ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বেচ্ছা-নির্বাসন ভেঙে পপি

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ২২, ২০১১

নিজের মধ্যে গুটিয়ে থাকা নায়িকা পপি আবার সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি ‘কমফোর্ট সিস্টার’ নামে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

অভিনয় করতে যাচ্ছেন আগামী ঈদের জন্য নির্মিতব্য ‘অলীক’ নামের একটি টেলিফিল্মে। কিছুদিনের মধ্যেই ‘আদরের ভাই’ ও ‘দেহ’ নামের দুটি ছবির কাজ তিনি শুরু করবেন বলে জানিয়েছেন।

তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা পপি প্রায় বছরখানেক ধরে ছিলেন অনেকটা স্বেচ্ছা-নির্বাসনে। এ সময় তাকে নতুন কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায় নি। কাজ করেন নি কোনো টিভিনাটক বা বিজ্ঞাপনে। এমন কী শোবিজের সব ধরণের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রেখেছিলেন। রাজধানীর ইস্কাটনের বাসভবনে নিজের ঘরেই দিনরাত্রি সময় কাটাতেন  জনপ্রিয় নায়িকার পপির এই জীবনযাপন অনেকের কাছেই ছিল রহস্যজনক।

নায়িকা পপি এবার নতুন পরিচয়ে সবার সামনে আসছেন। সম্প্রতি হোটেল রূপসী বাংলায় এক অনুষ্ঠানের মাধ্যমে পপি ‘কমফোর্ট সিস্টার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আগত সবাই পপিকে দেখে চমকে উঠেন। মুটিয়ে যাওয়া পপি শরীর থেকে ঝেড়ে ফেলেছেন অনেকখানি মেদ। আগের চেয়ে সিøম হয়ে উঠেছেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় লাস্যময়ী ভঙ্গিতে।

কমফোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা তার ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করবে বলে মনে করেন পপি। এ বিষয়ে তিনি বলেন, ভালো কিছু হলো সবারই ভালো লাগে। আমারও ভাল লাগছে। কমফোর্ট-এর মতো এতবড় একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ভাগ্যের ব্যাপার। আমি আশা করছি তাদের দেওয়া সম্মান আমি রক্ষা করতে পারবো।

বাংলানিউজকে পপি জানিয়েছেন, আগামী ঈদের একটি টেলিফিল্মে তিনি অভিনয় করতে যাচ্ছেন। আশুতোষ সুজনের রচনা ও পরিচালনায় ‘অলীক’ নামের এ টেলিফিল্মে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। আগামী সপ্তাহে টেলিফিল্মটির শুটিং শুরু হতে যাচ্ছে। প্রায় দুই বছর আগে আলী ইমরানের লেখা  ‘রোশনাই’ টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ ও পপি। এছাড়াও ‘ঝন্টু মন্টু দুই ভাই’ ছবিতেও তারা একসঙ্গে অভিনয় করেন। এ প্রসঙ্গে পপি বললেন, জাহিদ হাসান অনেক মজার মানুষ। শুটিং তিনি সবসময়ই জমিয়ে রাখেন। তার সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে। এ কাজটাও নিশ্চয়ই আমি উপভোগ করবো।

এদিকে রোজার আগেই মুক্তি পাচ্ছে পপি অভিনীত বহুল আলোচিত ছবি ‘গার্মেন্টস কন্যা’। লেডি অ্যাকশনধর্মী এ ছবিতে পপির বিপরীতে রয়েছেন এই প্রজন্মের নায়ক ইমন। জি সরকার পরিচালিত এ ছবিটি পপির থমকে যাওয়া ফিল্ম ক্যারিয়ারকে গতিশীল করতে পারে বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। এর মধ্যে পপির হাতে এসেছে ‘আদরের ভাই’ ও ‘দেহ’ নামের দুটি ছবি।   এছাড়াও মুক্তির প্রতীক্ষায় আছে আবদুল্লাহ আল মামুনের ‘দুই বিয়াইয়ের কীর্তি’, নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’ ও ‘শর্টকাটে বড় লোক’ এবং জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’।

লাক্স ফটোজনিক সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী হিসেবে নব্বুই দশকের শেষের দিকে পপি শোবিজে আসেন। প্রথমে মডেলিং এবং পরে চলচ্চিত্র নায়িকা হিসেবে তার অভিষেক হয়। প্রথম ছবি ‘কুলি’ তাকে এনে দেয় ব্যাপক সাফল্য। নতুন শতকের প্রথম কয়েক বছর পপি ক্যারিয়ারের ব্যস্ততম সময়। তবে গত দু-তিন বছর ধরে তার হাতে খুব বেশি ছবি আসে নি। এসময় অবশ্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে পপি আলোচনায় থাকেন। কিন্তু রহস্যজনক কারণে তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

শোবিজে একসঙ্গে একাধিক কাজ শুরুর মাধ্যমে এবার পপি ঘুরে দাঁড়িয়েছেন। আগের চেয়ে সিøম হয়ে উঠায় নির্মাতাদের অনেকেই আবার আগ্রহী হয়ে উঠেছেন এই গ্ল্যামার গার্লের প্রতি।

বাংলাদেশ সময় ১৫১৫, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।