ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

খবর! খবর! খবর! আমি দাদা হতে যাচ্ছি : অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১১

ঢাকা: শেষ পর্যন্ত ‘বলিউড সম্রাজ্ঞী ঐশ্বরিয়া রাই মা হতে চলেছেন’ কথাটি সত্যে পরিণত হল।   ঐশ্বরিয়ার অনাগত সন্তানের দাদা বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন সামাজিক ওয়েবসাইট টুইটারে তার লেখা ব্লগে একথা জানিয়েছেন।

মঙ্গলবার রাতে বিগ বি তার ব্লগে লেখেন, স্টার দম্পতি ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন তাদের প্রথম সন্তানের জন্য এখন দিন গোনা শুরু করেছেন।

অর্থাৎ ঐশ্বরিয়া গর্ভধারণ করেছেন। এর আগে বেশ কয়েকবার এ ধরনের খবর রটলেও শেষ পর্যন্ত সবাইকে হতাশ হতে হয়।

মঙ্গলবার রাতে অমিতাভ তার ব্লগে লেখেন, "NEWS NEWS NEWS !! I AM GOING TO BECOME A GRANDFATHER .. AISHWARYA EXPECTING .. SO HAPPY AND THRILLED !!!"

২০০৭ সালের ২০ এপ্রিল সাবেক বিশ্বসুন্দরী বলিউড কুইন ঐশ্বরিয়া (৩৭) ও বিগ বি পুত্র বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম নায়ক অভিষেক বচ্চন (৩৫) সাত পাকে বাঁধা পড়েন। ওই বিয়ে নিয়ে তখন কোলকাতার বিনোদন ম্যাগাজিন আনন্দলোক প্রচ্ছদ প্রতিবেদন করেছিল ‘অঙ্কের বিয়ে’ শিরোনামে। কারণ, অভিষেককে ঐশ্বরিয়ার স্বামী হিসেবে মেনে নিতে ফিল্ম-পাগল ও ফিল্ম-বোদ্ধাজন কেউই খুব একটা প্রস্তুত ছিলেন না।

বলিউড-অভিজ্ঞ মহলের মতে, ঐশ্বরিয়ার স্টার ভ্যালু আর মেধার বিপরীতে অভিষেক দাঁড়াতে পারন না। তারপরেও ঐশ্বরিয়ার মত হিসাবী ও উচ্চাভিলাষী এবং একইসঙ্গে গুণসম্পন্না সফল নারী কেন অভিষেককে বিয়ে করলেন? তখনকার অবধারিত এ প্রশ্নে শোবিজ বিশেষজ্ঞদের জবাব ছিল- বিগ বি’র মত মহীরূহের পুত্রবধূ হওয়ার লোভ।  

অভিষেকের সঙ্গে বিয়ের আগে ঐশ্বরিয়ার সঙ্গে বলিউডের লাভার বয় সালমান খানের প্রেমঘটিত বিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। এরপর সালমান কোনও এক অনুষ্ঠানে প্রকাশ্যে ঐশ্বরিয়ার কাঁধে চুমু খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় সে সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতির মুখ দেখেনি।

এরপর ঐশ্বরিয়াকে নিয়ে রোমান্সের গুঞ্জন শোনা যায় ভিলেন সুরেশ ওবেরয়ের ছেলে বলিউডের হিট নায়ক বিবেক ওবেরয়কে জড়িয়ে। শোনা গিয়েছিল- তাদের বিয়েটা হ’ল বলে। তবে হই হই করে সে শেষ পর্যন্ত তা হয়নি।

অপরদিকে, পারিবারিক উদ্যোগে অভিষেকের সঙ্গে কাপুর পরিবারের মেয়ে বলিউডের তখনকার জনপ্রিয় নায়িকা কারিশমা ওরফে লোলোর বিয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু অজানা কারণে সম্পর্কটা একপর্যায়ে কেঁচে যায়।

এরপর ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন বিগ বি-পুত্র অভিষেকের সঙ্গে।

উল্লেখ্য, অমিতাভ নিজেও বিয়ে করেন মুম্বাইয়ের তখনকার জনপ্রিয়  নায়িকা বাঙালি মেয়ে জয়া ভাদুরীকে। তবে জয়াকে বিয়ের পর অমিতাভের ক্যারিয়ারে যেমন শনৈ: শনৈ: উন্নতি ঘটেছে- অভিষেকের ক্ষেত্রে তা হয়নি।

তবে আগের সব খবর ছাপিয়ে অ্যাশ-অভি দম্পতির ঘরে আনন্দের বার্তা নিয়ে নয়া সদস্যের আগমন ঘটছে- এটাই বড় খবর এখন। তবে তারকা জগৎখ্যাত দম্পতির অনাগত সন্তানটি ছেলে না মেয়ে তা এখনও জানা যায়নি।        

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২২ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।