ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতার ছবির প্লে-ব্যাকে ইভা রহমান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১১

প্রথমবারের মতো এবার কলকাতার একটি ছবিতে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। টালিগঞ্জের আলোচিত নির্মাতা রাজ মুখার্জি পরিচালিত ‘রূপে তোমায় ভোলাবো না’ নামের একটি চলচ্চিত্রে তিনি প্লে-ব্যাক করেছেন।

 

ইভা রহমানের কণ্ঠে ‘আয় না কাছে আয় না গল্প করি’ শীর্ষক এ গানটি সম্প্রতি এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ছবিটির সবক’টি গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পিলু ভট্টাচার্য।

‘রূপে তোমায় ভোলাবো না’ ছবিতে ইভা রহমানের গান গাওয়া প্রসঙ্গে পিলু ভট্টাচার্য বলেন, আমার শেকড় এ দেশের ময়মনসিংহে। কিছুদিন আগে কলকাতার একটি অনুষ্ঠানে আমি ইভা রহমানের গান শুনি। তখনই তাকে কথা দিয়েছিলাম ভালো ছবি আর গান একসঙ্গে পেলে তাকে দিয়ে গান গাওয়াবো। কমিটমেন্ট রাখতে পারায় আমার ভালো লাগছে। তিনি আরো বলেন, ইভা রহমানের গাওয়া গানটিই হবে ছবির প্রাণ। কারণ শুধু লিপে নয় ব্যাকগ্রাউন্ডেও গানটি বার বার বাজবে।

কলকাতার ছবিতে প্লেব্যাক করা প্রসঙ্গে ইভা রহমান বলেন, কলকাতার ছবিতে বাংলাদেশের শিল্পী হিসেবে গান গাইতে পেরে আমি আনন্দিত। পিলু ভট্টাচার্য কলকাতার একজন গুণী সুরকার। আমার গাওয়া গানটির সুর খুব আকর্ষণীয়।   আশা করি কলকাতার অন্য সংগীত পরিচালকরাও বাংলাদেশের শিল্পীদের দিয়ে গান করাবেন।

মা ও মেয়ের ঈর্ষার গল্প নিয়ে নির্মিতব্য এ ছবিতে ইভা রহমান ছাড়াও আরো গান গেয়েছেন গার্গি ঘোষ এবং সুজয় ভৌমিক। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অর্পিতা পাল ও শান। কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে জুলাই থেকে । গল্পের প্রয়োজনে বাংলাদেশেও ছবির কিছু অংশের শুটিং করা হবে। চলতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময় ২৩৩০, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।