ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নাগ-সুন্দরী চাঁদনী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুন ২৫, ২০১১

চলচ্চিত্রের সম্ভাবনাময় নায়িকা চাঁদনী ‘নাগ-সুন্দরী’ নামের একটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। মতিউর রহমান বাদল এর কাহিনী , সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবির শুটিং শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে।



ছবিটির পরিচালক মতিউর রহমান বাদল বাংলানিউজকে জানান, ছবিটিতে চাঁদনী নাগ-সুন্দরীর ভূমিকায় অভিনয় করবেন চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির অন্যান্য শিল্পীর তালিকা প্রায় চুড়ান্ত হলেও ছবিটিতে কে থাকছেন চাঁদনীর বিপরীতে তা এখানো চুড়ান্ত করা হয়নি। পরিচালক জানান চলতি সপ্তাহের মধ্যেই চাঁদনীর বিপরীতে কে অভিনয় করবেন তা চুড়ান্ত করা হবে।

চাঁদনী জানান, এর আগে তিনি সাপের কাহিনীর ছবিতে অভিনয় করেননি। এবারই প্রথম তিনি এই ধরনের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সাপ তিনি ভীষণ ভয় পান। কিন্তু এ ছবি সাপের সঙ্গে তার অনেক কাজ আছে। তাই এখন তিনি নিজেকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন।

২০০৭ সালে বিনোদন বিচিত্র ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার মধ্যদিয়ে চাঁদনী মিডিয়ায় পা রাখেন।   ঢালিউডে চাঁদনীর অভিষেক হয়েছিল শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে। এতে তিনি শাকিব খানের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি গত বছর ঈদে মুক্তি পায়। শুরুতে চাঁদনী চলচ্চিত্রে কাজ করেন সিলভী নামে। কিন্তু বর্তমানে তিনি তার অভিনীত সব ছবিতে চাঁদনী নামটিই ব্যবহার করছেন।

চাঁদনী প্রথমবারের মতো নাম ভূমিকায় অভিনয় করেন উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে। এই ছবিতে তিনি ইমনের বিপরীতে অভিনয় করেন। ছবিটিতে চাঁদনীর অভিনয় দর্শককে মুগ্ধ করে।

মুক্তির অপেক্ষায় আছে চাঁদনী অভিনীত উত্তম আকাশের পরিচালনায় ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’। ছবিটির নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন চাঁদনী। এতে তার বিপরীতে রয়েছেন আমিন খান।

সম্প্রতি চাঁদনী শেষ করলেন মনোয়ার খোকন পরিচালিত ‘বাংলা ভাই’ ছবির কাজ। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন জায়েদ খান।

বাংলাদেশ সময় ০১১০, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।