ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার বিশ্বসেরা আবেদনময়ী ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১১

ঢাকা: পুরুষদের জনপ্রিয় সাময়িকী এফএইচএম-এর ভারতীয় সংস্করণ বলিউডের হালের শীর্ষ নায়িকা ক্যাটরিনা কাইফকে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী নারীর স্বীকৃতি দিয়েছে। এ সূত্রে এফএইচএমের সর্বশেষ সংস্করণে ক্যাটরিনা প্রচ্ছদ কন্যা হয়ে এসেছেন।



একই সঙ্গে তাদের মতে, বিশ্বের শীর্ষ যৌনাবেদনময়ী ১০০ নারীর তালিকাও প্রকাশ করেছে পত্রিকাটি। এফএইচএমের ভারতীয় সর্বশেষ সংস্করণের প্রচ্ছদে ক্যাটরিকা খোলামেলা ছাটের একটি সাদা টপ্সের সঙ্গে ডেনিম জিন্স পরেছেন যা নিঃশব্দে জানান দিচ্ছে- আসলে কেন তাকে ‘সেক্সিয়েস্ট’ বলা হচ্ছে।

এর আগেও ক্যাট এফএইচএমর দৃষ্টিতে শীর্ষ যৌনাবেদনময়ীর খেতাব পেয়েছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহে একই পত্রিকার আন্তর্জাতিক সংস্করণে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী নারীর স্বীকৃতি পান ভারতীয় বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকান মডেল শশী নাইডু।

বিশ্ব সেরা যৌনাবেদনময়ী নির্বাচনে ম্যাগাজিনটির ২০১১ সালের ভোটাভুটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ পুরুষ ভোট দিয়ে শশীকে খেতাব দেন।

এ দৌড়ে শশী পেছনে ফেলেন হলিউডের শীর্ষ নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি ও পপ সেনসেশন ক্রিস্টিনা অ্যাগুইলারার মত শক্ত প্রতিদ্বন্ধীদেরকে।

বাংলাদেশ সময় ১৪২৬ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।