ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইরেশ যাকের গাইলেন গান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১১

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। উপস্থাপনাতেও তিনি দেখিয়েছেন দক্ষতা।

এছাড়াও আছে তার নানাগুণ। ইরেশ যাকের গান গাইতে পারেন, এটা অনেক দর্শকই জানেন না। শুধু গান নয়, নিজের অনেক অজানা বিষয় দর্শকদের বলতে তিনি আসছেন বৈশাখী টেলিভিশনের পর্দায়।

ইরেশ যাকের তার লাইফ স্টাইলের অনেক অজানা বিষয়কে জানানোর জন্য দর্শকদের সামনে আসছেন। বৈশাখী টিভির সেলিব্রেটি লাইফস্টাইল শো ‘আপন জুয়েলার্স প্রিয়মুখ’ অনুষ্ঠানে বলেছেন তার  দৈনন্দিন জীবন, বর্তমান ব্যস্ততাসহ নানা বিষয়ে। তিনি এই অনুষ্ঠানে দর্শকদের জন্য গীটার বাজিয়ে গান শুনিয়েছেন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে ১৯ জুন রবিবার রাত ৮ টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন যুথি ও প্রযোজনা করেছেন নুর হোসেন হীরা।

বাংলাদেশ সময় ১৭৩০, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।