ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দ্বৈতগানে কণ্ঠ দিলেন শাওন ও চঞ্চল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১১

মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী, দুজনই অভিনয় জগতের মানুষ। শাওন নিয়মিত গান গাইলেও চঞ্চল গান করেন নিতান্ত শখে।

দুজনেরই বেরিয়েছে একক ও মিশ্র অ্যালবাম। এবার শাওন ও চঞ্চল একসঙ্গে কণ্ঠ দিয়েছেন একটি দ্বৈত গানে।

‘তোর ভিতরে আমি থাকি, আমার ভিতর তুই’ শীর্ষক গানটিতে কন্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী। এটি একটি চলচ্চিত্রের গান। চলচ্চিত্রের নাম ‘পিতা’। পরিচালনা করছেন মাসুদ আখন্দ। গানটির কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

চঞ্চল-শওনের দ্বৈতকন্ঠে গাওয়া গান প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ইমন সাহা বলেন, চলচ্চিত্রের কাহিনী মাথায় রেখেই দুজনের জন্য গানটি তৈরি করেছি। গানটির কথা চমৎকার। সুরেও আছে নতুনত্ব। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

বাংলাদেশ সময় ১৮৪০, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।