ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘হিরোইন’ ছবি থেকে বাদ পড়লেন ঐশ্বরিয়া

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১১

কান চলচ্চিত্র উৎসব থেকে অনেক ঢাক-ঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল ‘হিরোইন’ ছবির প্রচার। ছবিটির নাম ভূমিকার অভিনেত্রী ঐশ্বরিয়াকে নিয়ে পরিচালক মাধুর ভান্দারকার এই প্রচারনায় অংশ নিয়েছিলেন।

গত ৮ জুন থেকে ছবিটির আনুষাঙ্গিক কাজও শুরু করা হয়েছিল। কিন্তু ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে শেষপর্যন্ত ‘হিরোইন’ থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ছবির প্রযোজক সংস্থা ইউটিভি মোশন পিকচার্স।

আজকের এই আধুনিক যুগে পৌছেও কর্মজীবী নারীদের মাতৃত্বের বিষয়টিকে কাজের ক্ষেত্রে বাঁধা হিসেবে দেখার প্রবণতা প্রমানিত হলো এই ঘটনার মাধ্যমে। শুধুমাত্র অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই ‘হিরোইন’ ছবি থেকে ঐশ্বর্যকে বাদ দেওয়া হলো।

‘হিরোইন’ ছবিটির প্রযোজনা সংস্থা ইউটিভি সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘হিরোইন’ ছবি নিয়ে নানারকম কল্পনাপ্রসূত গাল-গল্প ছড়ানো হচ্ছে। এসব গুজব বন্ধ করতেই আমরা আমাদের সিদ্ধান্তের কথা সবাইকে জানাতে চাই। এই মুহূর্তে ঐশ্বরিয়ার সুস্বাস্থ্যের চেয়ে আর কোনোকিছুই গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে। আমরা একমত হয়েছি, আলোচিত এই ছবিটির কাজ বন্ধ না রেখে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে। কারণ এরইমধ্যেই ছবির আনুষাঙ্গিক শুরু করা হয়েছে এবং শুটিং শিডিউলও চূড়ান্ত হয়ে গেছে। ঐশ্বরিয়ার শারীরিক অবস্থা চিন্তা করে আমরা তাকে এ ছবিতে রাখতে পারছি না। ‘হিরোইন’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হারানোয় আমরা সত্যিই দুঃখিত। ছবির পুরো ইউনিটের পক্ষ থেকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। নতুন জীবনে ঐশ্বরিয়া এবং অভিষেককে স্বাগতম।

অমিতাভ বচ্চন ঐশ্বর্য অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সবাইকে জানানোর পর থেকেই বলিউডে গুঞ্জন উঠেছিল যে, ‘হিরোইন’ ছবি থেকে বাদ পড়তে যাচ্ছেন ঐশ্বরিয়া। শেষপর্যন্ত  গুঞ্জনই সত্য হলো। এছাড়াও ঐশ্বরিয়া বাদ পড়েছেন `লেডিস এন্ড জেন্টেলম্যান` ছবি থেকেও।

‘হিরোইন’ ছবি থেকে ঐশ্বরিয়া বাদ পড়ায় বলিউডে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এটা নারী বৈষম্যের একটি বাজে দৃষ্টান্ত এবং ঐশ্বরিয়ার মতো  একজন খ্যাতিমান অভিনেত্রী এই বৈষম্যে ভুক্তভোগী। কেউ কেউ ঐশ্বরিয়াকে ছবির প্রযোজনা সংস্থা ইউটিভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।

এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেন নি ঐশ্বরিয়া রাই এং ছবির পরিচালক মাধুর ভান্দারকার।

বাংলাদেশ সময় ১১৪৫, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।