ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কোটিপতি হতে দরকার মেধা-জ্ঞান-আত্মবিশ্বাস : আসাদুজ্জামান নূর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ৩০, ২০১১

‘কে হতে চায় কোটিপতি’-এর সঞ্চালক আসাদুজ্জামান নূর ৩০ জুন হোটেল রূপসীবাংলায় এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের জানান। ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবির  চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডেলটা বের মঈনুল হোসেন মুকুল এবং অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান নূর বলেন, ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালক হওয়াটা আমার জন্য পুরোপুরি নতুন আর দারুণ চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা। আমি দারুণ আনন্দিত এবং উচ্ছসিত। অভিনেতা হিসেবে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার চলার পথের পাথেয় ছিল। সবসময় আমি আপনাদের পাশে পেয়েছি। এবারও আমি আশা আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি আপনাদের পাশে পাব বলে।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টিভি গেম শো শুধু আমাদের দেশ টেলিভিশন নয় পুরো বাংলাদেশের ব্রডকাস্ট মিডিয়ার উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। আমার বিশ্বাস, মেধা আর বুদ্ধির এই টানটান উত্তেজনাপূর্ণ খেলা সারা দেশে জ্ঞানের চর্চা বাড়াবে।

মানুষকে শিক্ষায় আগ্রহী করে তুলবে। কে হতে চায় কোটিপতি আসলে কোন ভাগ্য পরীক্ষার খেলা নয়। এই খেলায় কোটিপতি হতে দরকার মেধা, জ্ঞান আর আত্মবিশ্বাস।

বর্তমানে বিশ্বের ১১৬ টিরও অধিক দেশে প্রচারিত হচ্ছে বিশ্বখ্যাত এই রিয়েলিটি গেম শো। আগামী ১০ জুলাই থেকে দেশ টিভিতে শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’। সপ্তাহের প্রতি রবি, সোম এবং মঙ্গল রাত ৯টা ৪৫ মিনিটে নতুন তিনটি পর্ব প্রচারিত হবে।

হটসিটে বসে পরপর ১৫ টি প্রশ্নের সঠিক উত্তর যিনি দিতে পারবেন তিনিই পাবেন পুরো এক কোটি টাকা। প্রথম প্রশ্নের জন্য উত্তরদাতা পাবেন ১০০০ টাকা। এরপর থেকে প্রতি প্রশ্নে প্রায় দ্বিগুণ হতে থাকবে অর্থের পরিমাণ। থাকবে দুটি সেফ জোন বা  নিরাপদ অবস্থান। পঞ্চম প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে প্রথম নিরাপদ অবস্থান, দশ হাজার টাকা নিশ্চিত। ২য় নিরাপদ অবস্থান ১০ম প্রশ্নে। তিন লক্ষ বিশ হাজার টাকা নিশ্চিত। শুধুমাত্র ঠিক উত্তর দিতে পারলেই পরবর্তী প্রশ্নে যেতে পারবেন।

সাহায্য নেবার জন্য থাকবে তিনটি লাইফলাইন বা জীবনরেখা-  অডিয়েন্স পোল  বা দর্শক ভোট, ফোন অ্যা ফ্রেন্ড বা বন্ধুকে ফোন- যার মাধ্যমে প্রতিযোগী যে কোন এক জন বন্ধুর কাছে টেলিফোনে সাহায্য চাইতে পারেন এবং ফিফটি-ফিফটি। এর মানে দুটি ভুল উত্তর মুছে ফেলা হবে। চাইলে ৩টি লাইফ লাইন যে কোন প্রশ্নে একই সাথেও ব্যবহার করতে পারবেন অংশগ্রহনকারীরা।

অনুষ্ঠানটির জন্য প্রতিযোগী বাছাইও করা হয়েছে আর্ন্তজাতিক নিয়ম অনুসারেই। গত ৯ মে থেকে শুরু হয় এ কার্যক্রম। পরপর সাত দিন সাতটি প্রশ্ন যায় দেশ টিভিতে। কয়েক লক্ষ মানুষ অংশ নেন। তারপর কয়েকটি ধাপে যাচাই বাছাই শেষে অনুষ্ঠিত হয় অডিশন। এরপর এই প্রতিযোগীদের সবাইকে একটি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে কল সেন্টার থেকে ফোনকল দিয়ে তিনটি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা হয়। এ সময় যারা পারদর্শিতা দেখিয়ে তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছেন, তাদের থেকে চূড়ান্ত তালিকা করা হয়। বাছাইকৃত প্রতিযোগীকে বাংলাদেশের ৫টি বড় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট-এই ৫টি জোনের অন্তর্ভুক্ত করে ভাগ করা হয়। বাছাইকৃত প্রতিযোগীদের ২৩, ২৫ ও ২৭ মে নৈর্ব্যক্তিক পরীক্ষা ও ভিডিও অডিশন নেওয়া হয়। এই বাছাই প্রক্রিয়া চলার সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তারা পুরো ক্রিয়াটিই পর্যবেক্ষণ করেছেন। প্রতিযোগী বাছাইয়ের প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত কম্পিউটারের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতির সাহায্য নেওয়া হয়।

অনুষ্ঠান চলাকালীন সময়ে চলচ্চিত্র, নাটক, সঙ্গীত এবং স্পোর্টস এর বেশ কিছু সেলিব্রেটি প্রতিযোগী উপস্থিত হবেন কোটিপতির সেটে । তারা খেলবেন নিজেদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য। তাদের খেলা থেকে উপার্জিত অর্থ ব্যায় করা মানব সেবার কাজে। অর্থাৎ এই টাকা দান করা হবে কোনো দাতব্য প্রতিষ্ঠানে।

রবি নিবেদিত এই মহা আয়োজন পুরোপুরি সফল করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে দেশ টিভি, ডেলটা বে আর রেড ডট।

বাংলাদেশ সময় ২১৩০, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।