ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মা হতে চলেছেন লারা দত্ত !

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জুলাই ১, ২০১১

বলিউড অভিনেত্রীদের একের পর এক বিয়ের পিঁড়িতে বসার পর এখন শুরু হয়েছে অন্তঃসত্তা হওয়ার ধুম। ঐশ্বরিয়া রাইয়ের পর এবার আরেক বিশ্বসুন্দরী লারা দত্তের গর্ভধারনের খবর পাওয়া গেছে।



চলতি বছরের ২১ ফেব্রুয়ারি লারা দত্ত ও মহেশ ভূপতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে যে, লারা দত্ত অন্তঃসত্তা। যদিও এ খবরটিকে লারা দত্ত স্বীকার করেন নি।

লারা ও মহেশের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি পরীক্ষার পর লারা অন্তঃসত্তা বলে চিকিৎসকরা জানিয়েছেন। লারা ও মহেশ দুজনই এতে আনন্দিত। তবে তারা প্রথম সন্তানের আগমনের খবরটি এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। তিনমাস পূর্ণ হওয়ার পরই বিষয়টি তার ঘটা করে সবাইকে জানাতে চান।

এর আগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিরও অন্তঃসত্তা হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। তবে তিনি তা অস্বীকার করে বলেছেন, আমি যেহেতু গর্ভবতী নই আমার জন্য তাই এ ধরণের গুজব বিব্রতকর।

অবশ্য ঐশ্বরিয়া রাই বচ্চনের অন্ত:সত্তা হওয়ার বিষয়টি নিয়ে এ ধরণের কোনো বিভ্রান্তি তৈরি হয় নি। এই খবরটি সবার কাছেই ভীষণ আনন্দের।

বাংলাদেশ সময় ০২১০, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।