ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তানিয়ার অভিযোগে পরিচালক সমিতি থেকে দেবাশীষ বহিস্কৃত

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১১

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাসের পুত্র চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত ৮ জুলাই পরিচালক সমিতির ষান্মাসিক সাধারণ সভায় পরিচালক দেবাশীষ বিশ্বাসকে অভিযুক্ত করে তার সদস্যপদ বাতিল করা হয়।

অভিনেত্রী তানিয়া হোসেনের অভিযোগের ভিত্তিতেই তাকে পরিচালক সমিতি থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা যায়।

২০০৯ সালের ২০ জুন দেবাশীষ বিশ্বাস ও তানিয়া হোসাইন ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তানিয়াকে নানান কারণে এড়িয়ে চলতে থাকেন দেবাশীষ বিশ্বাস। নানানভাবে তানিয়াকে মানিসক যন্ত্রণাও দিতে শুরু করেন দেবাশীষ বিশ্বাস। বিষয়গুলো মেনে না নিতে পেরে একসময় তানিয়া দেবাশীষ বিশ্বাসের কাছে ডিভোর্সও চান। কিন্তু সেক্ষেত্রেও দেবাশীষ বিশ্বাসের কাছ থেকে আশানূরুপ সাড়া না পেয়ে তানিয়া চলতি বছরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বারস্থ হন।

পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান তানিয়ার কাছ থেকে নানা বিষয়ে জেনে তানিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার পত্র দিয়ে সমিতিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় দেবাশীষ বিশ্বাসকে। কিন্তু পরিচালক সমিতির সেই আমন্ত্রণে দেবাশীষ বিশ্বাস কোনরকম সাড়া দেয়নি। যে কারণে সমিতিকে অবজ্ঞা ও অবহেলা করার কারণে পরিচালক সমিতির গঠণতন্ত্রের ৫ ধারা মোতাবেক তার সদ্যসপদ বাতিল করা হয় ষান্মাসিক সাধারণ সভায়। সমিতির সভাপতি মহম্মদ হান্নান বলেন, তানিয়ার কারণে নয়, সমিতির প্রতি শ্রদ্ধাশীল না থাকায় এবং সমিতির আহ্বানে সাড়া না দেয়ায় তার সদস্যপদ বাতিল করা হয়েছে।   বিষয়টি সম্পর্কে দেবাশীষ বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে বরাবরের মতোই তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময় ২০৩৫, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।