ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নায়ক আমিন খান এবার মাঝি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ অবুঝ দুটি মন’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে একজন নায়ক হিসেবে ঢালিউডে অভিষেক হয়েছিল চিত্রনায়ক আমিন খানের। এরপর কেটে গেছে আঠারো বছর।

নায়ক হিসেবে তিনশতাধিক ছবিতেও অভিনয় করেছেন। দেড়যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো মাঝি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আমিন খান।

মোঃ রুহুল আমিনের পরিচালনায় ‘নাইওরী’ ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন তিনি। ভিন্নধর্মী এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, সবসময়ই আমি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে আগ্রহী। মাঝি চরিত্রে অভিনয় করার সুযোগ আমার কখনোই হয়ে উঠেনি। এবার সেই সুযোগটি এসেছে। ছবিটিতে আমার চরিত্রটির নাম উজ্জ্বল। একটি চ্যালেঞ্জিং চরিত্র এটি। আগামী সপ্তাহ থেকে এই ছবির কাজ শুরু হবে। তাই চরিত্রটি নিয়ে গভীরভাবে চিন্তা করছি আমি। নিজের মধ্যে চরিত্রটিকে লালন করার জন্য ঘরের মধ্যেই চরিত্রটি নিয়ে চর্চা করছি। আমার বিশ্বাস এই ছবিটি সকল সিনেমাপ্রেমী দর্শকেরই ভালোলাগবে।

পরিচালক মোঃ রুহুল আমিন জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে কাপাসিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে ‘নাইওরী’ ছবির শুটিং শুরু হবে। স্বাধীনতার পরবর্তী সময়কালে অর্থাৎ আশির দশকের আগে একটি গ্রামের জীবন প্রবাহ এই ছবিতে তুলে ধরা হবে। তিনি আরো জানিয়েছেন কিছুটা বাস্তবধর্মী ঘটনা এতে তুলে ধরা হবে। ছবিটিতে আমিন খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত জুঁই। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং গীত রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিটি প্রযোজনা করছেন আব্দুল আউয়াল।  

বাংলাদেশ সময় ০২৩০, জুলাই ১২, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।