ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যাত্রাপালার নায়ক সজল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১

এই সময়ের জনপ্রিয় অভিনেতা সজল। টিভিনাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

এবার তিনি নাম লিখিয়েছেন যাত্রাদলে। যাত্রাপালা ‘রূপবান-রহিম’ এ তাকে দেখা যাবে নায়কের ভূমিকায় অভিনয় করতে।

শাহানা সুমীর রচনা  ও মাতিয়া বানু শুকুর পরিচালনায় একক নাটক ‘রূপে রূপে রূপবান’-এ সজল অভিনয় করেছেন যাত্রাদলের নায়কের চরিত্রে।

নাটকের গল্পে দেখা যাবে, একটি যাত্রাদল সানজিদা প্রীতির গ্রামে আসে। যাত্রাদলের ‘রূপবান-রহিম’ পালায় সজল অভিনয় করে রহিমের ভুমিকায়। এদিকে যাত্রা দেখতে এসে সজলের প্রেমে পড়ে যায় প্রীতি। কিন্তু যাত্রাদলের নায়ক সজলের জীবন যাত্রা মোটেও স্বাভাবিক নয়। দেশে দেশে ঘুরতে হয় তাকে পেশাগত কাজে। নানাভাবে সজল প্রীতিকে বোঝানর চেষ্টা করে। কিন্তু প্রীতি কোন কিছুতেই দমবার নয়। এদিকে সজলের সহ-অভিনেত্রী রুনা খানও সজলকে বেশ পছন্দ করে। এরকম ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই এগিয়ে যায় নাটক ‘ ‘রূপে রূপে রূপবান’।

নাটকটিতে অভিনয় করেছেন সজল, শামীমা নাজনীন, রুনা খান, সানজিদা প্রীতি ও আরো অনেকে। ঈদে বৈশাখি টেলিভিশানে এটি প্রচারিত হবে ।

বাংলাদেশ সময় ২২১৫, জুলাই ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।