ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিবাহ বিচ্ছেদে জেনিফার লোপেজ !

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

ঢাকা: জনপ্রিয় পপতারকা এবং হলিউডের অভিনেত্রী জেনিফার লোপেজ তার দীর্ঘ সাত বছরের সংসার ভেঙে স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহ বিচ্ছেদে যাচ্ছেন শিগগিরই।

শুক্রবারে পিপল ম্যাগাজিনে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানিয়েছেন।



তারা বলেন, যদিও এটি আমাদের জন্য খুবই কঠিন। তারপরও আমরা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, এ তারকা দম্পতি দীর্ঘ ১৪ বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ২০০৪ সালে অনেকটা সাদামাটাভাবেই বিয়ে করেন। তাদের ম্যাক্স ও এমি নামের ৩ বছর বয়সী দু‘টি জমজ সন্তান রয়েছে।

২০০৬ সালে এ দম্পতি ‘এল ক্যানটানটে” নামক একটি চলচিত্রে অভিনয় করেন। সম্প্রতি তাদের একটি ট্রাভেল শো-ও উপস্থাপনা করার কথা রয়েছে।  

এটি ছিল জেনিফারের তৃতীয় এবং অ্যান্থনির দ্বিতীয় বিয়ে ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।