ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জমজ সন্তানের বাবা হলেন আহসান হাবিব নাসিম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা আহসান হাবিব নাসিম জমজ সন্তানের বাবা হয়েছেন। ১৫ জুলাই শুক্রবার সকাল ১১টায় গুলশানের লেকভিউ হাসপাতালে আহসান হাবিব নাসিমের স্ত্রী আমেনা হাবিব একই সঙ্গে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম দেন।



জন্মের পর থেকেই জমজ ছেলেময়েসহ তাদের মা সুস্থ আছেন। ছেলের ওজন হয়েছে ২.৫ কেজি এবং মেয়ের ওজন ২.৯ কেজি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছেলের নাম রাখা হয়েছে রাইয়ান হাবিব এবং মেয়ের নাম রাখা হয়েছে আবিয়া সুনেহরা।

আহসান হাবিব নাসিম এবং আমেনা খাতুন ভালোবেসে ছাত্রাবস্থাতেই বিয়ে করেছিলেন ২০০০ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ। ২০০৩ সালের ২৩ ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে প্রথম এক কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম আরিবা সুনেহরা।

জমজ সন্তাানের বাবা হওয়ার অনুভূতি সম্পর্কে আহসান হাবিব নাসিম বলেন, ‘একসাথে জমজ ছেলেমেয়ে হওয়ায় আমি এবং আমার স্ত্রী সত্যিই খুব আনন্দিত। আল্লাহর রহমতে আমার স্ত্রী এবং জমজ সন্তানেরা সুস্থ আছেন। আমাদের উভয় পরিবারের সবাই বিশেষ করে আমার সন্তানের দাদী এবং নানী খুবই খুশি। ’

এই মুহূর্তে আহসান হাবিব ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। এরই মধ্যে আহসান হাবিব নাসিম চারটি ঈদেরে নাটকে কাজ করেছেন তিনি। নাটক চারটি হচ্ছে বেলাল আহমেদের ‘পারফিউম’, শারমীন সুমীর ‘অসময়ে প্রাপ্তি’ ও ‘অতৃপ্ত বাসনা’ এবং মোহন খানের ‘নীড়ের খোঁজে গাঙচিল’।

বাংলাদেশ সময় ১৬১০, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।