ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কক্সবাজারে চলছে রিয়েলিটি শো ‘সেরা শেফ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

চ্যানেল আই-এর রন্ধন বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘মালয়েশিয়ান পামওয়েল সেরা শেফ’১১ এর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের রেকর্ডিং চলছে এখন কক্সবাজারে। গত ১০ জুলাই শুরু হয়েছে এ শ্যুটিং চলবে ২০ জুলাই পর্যন্ত।

সারাদেশ থেকে প্রাথমিক বাছাই শেষে ২১ জন প্রতিযোগিকে নিয়ে কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইজ-এ শুরু হয়েছে প্রতিযোগিতার এই কার্যক্রম।

‘মালয়েশিয়ান পামওয়েল সেরা শেফ’ প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন খ্যাতিমান রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, দি ওয়েস্টিন ঢাকা-এর চীফ শেফ টনি খান, ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট (কক্সবাজার)-এর এক্সিকিউটিভ শেফ এ টি এম আহমেদ হোসাইন। এর আগে ৭টি বিভাগীয় শহরে সরাসরি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই রাউন্ড।

৭ বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ২১ জন প্রতিযোগিরা হলেন- ঢাকার আর্জুমান্দ জাহিদ সেতু, কাজী হালিমা বেগম, মাসুমা রেখা, ফেরদৌস জাহান পাবন, সৈয়দা জান্নাত আরা টুশা, চট্রগ্রামের নুসরাত মেহের, মাহিন আখতার পপি, সাভিনা ইকরাম সিরাজী, হাসিনা আখতার, রাজশাহীর এ কে ফারুক হোসেন, আয়শা সিদ্দিকা পুস্পিতা, রংপুরের লাবনী কবীর, জাকিয়া সুলতানা, সায়মা শারমীন সিদ্দীকী মৌসুমী, সিলেটের রিপা কুমারী, রুমন আহমেদ, মোনালিসা জুঁই, বরিশালের সাবিনা ইয়াসমিন, মাজিনা আখতার, খুলনার তানিয়া জামান, আরমিন সুলতানা জুঁই।
 
গত ১০ জুলাই ঢাকা থেকে কক্সবাজারে আসা বিভিন্ন জাতীয় দৈনিক, পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকা এবং সংবাদ মাধ্যমের প্রায় ৩৫ জন সাংবাদিকরা অনুষ্ঠানের একটি রেকর্ডিং পর্বে অংশ নেন। প্রতিযোগিরা সাত পদের খাবার রান্না করে সাংবাদিকদের পরিবেশন করেন। এখানেও সাংবাদিকদের ভুমিকা ছিলো বিচারকের। সাংবাদিকদের ভোটে সেরা রেসিপি নির্বাচিত হয় খুলনার প্রতিযোগি তানিয়া জামান-এর মিক্সড সালাদ। তাকে সেরাদের সেরার এপ্রোণ পরিয়ে দেন তিন বিচারক।

‘মালয়েশিয়ান পামওয়েল সেরা শেফ’১১ এর যিনি সেরা শেফ নির্বাচিত হবেন তিনি পাবেন নগদ ৫ লাখ টাকা, দি ওয়েষ্টিন ঢাকায় শেফ-এর চাকরি, এক সেট গহনা এবং একটি এলসিডি টেলিভিশন। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানার আপ-এর জন্যেও থাকছে আকর্ষনীয় পুরস্কার।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন মডেল-অভিনেতা সুজন। ইমপ্রেস টেলিফিল্ম লি, ও আকাশ ভিশন-এর কারিগরি সহযোগিতায় এ প্রতিযোগিতা পরিচালনা করছেন রন্ধনবীদ কেকা ফেরদৌসী। সেপ্টেম্বরে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে উত্তীর্ণদের নিয়ে চ্যানেল আইতে সম্প্রচার শুরু হবে।


বাংলাদেশ সময় ০০২৫, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।