ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে ‘মেহেরজান’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তরুণ নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র ‘মেহেরজান’। বিতর্কিত এ ছবিটির প্রদর্শনী বাংলাদেশে বর্তমানে বন্ধ রয়েছে।

তবে দেশের বাইরের নানা চলচ্চিত্র উৎসবে চলছে ছবিটির প্রদর্শনী। আমেরিকান ইন্টারন্যাশানল ফিল্ম ফেস্টিভ্যালে আগামী ২৪ জুলাই ছবিটি প্রদর্শিত হবে।

‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াত হোসেন বাংলানিউজ জানিয়েছেন, আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১১-এর পাঁচটি ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পেয়েছে। ক্যাটগরিগুলো হলো- বেস্ট উইম্যান ডিরেক্টর, বেস্ট ড্রামা ফিচার, বেস্ট ন্যারেটিভ ফিচার, বেস্ট ফার্স্ট টাইম মুভি স্ক্রিপ্ট রাইটার এবং বেস্ট মুভি শট অন ৩৫ মিমি।

আগামী ২২ জুলাই শুরু হওয়া এ উৎসবে ১৬টি দেশের ৭০টি ছবি প্রদর্শিত হবে। এছাড়াও আগামী ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে সাউথ এশিয়ান স্টাডিজের সম্মেলনে
‘মেহেরজান’ প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময় ২০৪৫, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।