ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্লিম হওয়ার চেষ্টায় মম

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

ছোটপর্দার জনপ্রিয় মুখ লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব বিজয়ী জাকিয়া বারী মম। অভিনয় প্রতিভা দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন অসংখ্য দর্শকের হৃদয়ে।

সন্তানের মা হওয়ায় প্রায় বছর দেড়েক বিরতি নেবার পর পুরোদমে অভিনয়ে ফিরেছেন মম।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল মম’র। প্রথম অভিনয়েই তিনি ছড়িয়েছেন প্রতিভার আলো। তারপর অবশ্য তাকে আর বড়পর্দায় দেখা যায় নি। অভিনয় করেছেন ছোটপর্দার অসংখ্য নাটকে।

momoশোবিজে প্রথম কাজ শুরুর পরের সেই ছিমছাম গড়নের মম এখন বেশ খানিকটা বদলে গেছেন। মাঝে মিডিয়া থেকে দূরে থাকায় শরীরে যোগ হয়েছে বাড়তি ওজন। তবে নিজের প্রতি আবার মনোযোগী হয়ে উঠেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে মম এবার শরীরের ওজন কমাচ্ছেন।

চলতি মাসের ২৬ তারিখ থেকে ঈদের টেলিফিল্ম ‘চন্দ্রাহত’-এর শুটিং শুরু হচ্ছে। টেলিফিল্মটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন মম। মিরন মহিউদ্দিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করছেন সোহেব আলম ও এম রাসেল।   এই টেলিফিল্মটিতে অভিনয়ের জন্য নিজেকে আরো স্লিম করে তোলার চেষ্টা করছেন মম।

এ প্রসঙ্গে বাংলানিউজকে মম বললেন, ‘চন্দ্রাহত’ টেলিফিল্মটির হেনা চরিত্রে অভিনয় করছি আমি। ‘হেনা’ হল তম্বী দেহের অধিকারী একটি মেয়ে। যে কিনা পঞ্চাশোর্ধ একজন বিজ্ঞানীকে বিয়ে করে। মানসিক ভাবে সে অসুখী হলেও সে তা প্রকাশ কখনো প্রকাশ করে না। বয়স্ক লোকের কমবয়সী স্ত্রীর দিকে সবার নজর পড়ে। প্রতিবেশী একটি কম বয়স্ক ছেলে থেকে শুরু করে বয়স্ক প্রতিবেশীরাও তার পিছু লাগে। হেনা চরিত্রটি সৌন্দর্য আর আবেদনের দিক থেকে অনেক আকর্ষনীয়। আর এই আকর্ষণীয় দেহের অধিকারি হেনার চরিত্রে ভালভাবে মানিয়ে নেয়ার জন্যই পরিচালক আমাকে ওজন কমাতে বলেছেন ৫ কেজি।

কিভাবে ওজন কমাচ্ছেন? জানতে চাইলে মম বললেন, সবার আগে খাবারে আগের চাইতে বেশি নিয়ন্ত্রণ আনতে হচ্ছে। ফ্যাট জাতীয় সব কোনো খাবারই এখন আর খাচ্ছি না। প্রতিদিনই দুবার নিয়ম করে ব্যায়াম করছি। আশা করছি শুটিংয়ের আগেই চরিত্র অনুযায়ী তৈরি হয়ে যেতে পারবো। আসলে শুধু চরিত্রের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনেও আমার স্লিম হওয়া দরকার।

বাংলাদেশ সময় ১৮২০, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।