ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আন্তর্জাতিক ফ্যাশন শোতে চরম অব্যবস্থাপনা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

রাজধানীর ওয়েস্টিন হোটেলে ২১ জুলাই  বৃহস্পতিবার রাতে মিরাজ এন্ড গ্রীনটিন নামের একটি সংগঠনের আয়োজনে একটি আন্তর্জাতিক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিকসহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হয়।

আর এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাদের সাথে ফোন, ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে বারবার যোগাযোগ করা হয়।

fashion-showঅনুষ্ঠানে সাংবাদিকদের আসন ব্যবস্থার ক্ষেত্রে ছিল চরম অবহেলা। সংকীর্ণ ও অপ্রতুল আসনের পাশাপাশি মঞ্চের পেছনে বসার জায়গা করা হয়। এমন স্থানে বসে অনুষ্ঠান কাভার করার সম্ভব ছিল না। একই অবস্থা ছিল ফটোসাংবাদিকদের ক্ষেত্রেও। অন্যান্য ফ্যাশন শো যেখানে তাদের জন্য রাখা হয় বিশেষ রো, সেখানে এই অনুষ্ঠানে তাদের জন্য ছিল না দাঁড়ানোরও কোনো জায়গা। এছাড়া অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও হয় রাত সাড়ে দশটায়।

গণমাধ্যমের জন্য এমন অব্যবস্থাপনার বিষয়ে আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, তারা নিজেদের অতিথিদের আসনের ব্যবস্থা করতে গিয়ে সাংবাদিকদের বিষয়টিতে নজর দিতে পারেনি। অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এর আগে আমরা এমন অনুষ্ঠান করিনি। তাই সবকিছু গুছিয়ে করা হয়নি।

জানা গেছে, এ আয়োজনে র‌্যাম্পে হাঁটেন ‘মিস কানাডা ২০১০’ সামার এ্যান রোজ, ‘মিস টরেন্টো ২০১০’ লিডিয়া সিনকোয়াস্কা, কানাডিয়ান মডেল ‘বোমশেল ক্যালেন্ডার মিস জুন ২০১১’ তারা কাউইনসহ কানাডার বেশ কয়েকজন তারকা মডেল। এ ছাড়া ক্যাটওয়ার্কে অংশ নেন জার্মানির ফ্রাঙ্কফুটে ‘কুইন অব দ্য ওয়ার্ল্ড’-এ ‘মিস পাকিস্তান ২০০৬’ বিজয়ী শেহের মাহমুদ।

‘আন্তর্জাতিক ফ্যাশন শো’ নাম দেওয়া হলেও পুরো অনুষ্ঠানটিই ছিল এলোমেলো। লাইট ও সাউন্ড ছিল অসামঞ্জস্যপূর্ণ। আয়োজকদের অব্যবস্থাপনায় অনুষ্ঠানে আসা অতিথি ও দর্শক বিরক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বৈশাখী টেলিভিশন।

বাংলাদেশ সময় ০১১৫, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।