ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চ্যারিটি কনসার্ট : মানবতার জন্য গান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

মুক্তিযুদ্ধেরর চেতনা বাস্তবায়ন ভিত্তিক সংগঠন বৃত্তান্ত ’৭১-এর আয়োজনে ২৮ জুলাই বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে চ্যারিটি শো কনসার্ট ‘মানবতার জন্য গান’। এতে পারফর্ম করবে এই সময়ের মিউজিক ক্রেজ বালাম, মিলা, রাজীব, পড়শী, ব্যান্ডদল শিরোনামহীন এবং ওয়ারফেইজ।



বৃত্তান্ত ’৭১ দেশের দরিদ্র জনসাধারনকে সম্পূর্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে  গঠন করতে যাচ্ছে ‘সেবা কুটির’ নামক একটি ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র। যা দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনসাধারনকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করবে। এই স্বাস্থ্য কেন্দ্রের তহবিল গঠনের জন্যই বৃত্তান্ত ’৭১ আগামী  ১৫ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের অংশগ্রহনে একটি চ্যারিটি শো ‘মানবতার জন্য গান’ আয়োজন করা হয়েছে।

এই দিন আনুষ্ঠানিকভাবে সেবা কুটিরের কার্যক্রম উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসাইন বেলাল বীর প্রতীক।

কনসার্টের টিকেটের মূল্য ২০০ ও ৩০০ টাকা। অনুষ্ঠানের দিন ভেন্যুতে পাওয়া যাবে টিকিট।

বাংলাদেশ সময় : ২৩২০, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।