ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাবনূরকে শিল্পী সমিতির কারণ দর্শানো নোটিশ

বিনোদন প্রতিবেদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

ঢালিউডে নন্দিত নায়িকা শাবনূর প্রায় ছয়মাস পর জুলাইয়ের প্রথম সপ্তাহে অস্ট্রোলিয়া থেকে দেশে ফিরে আসেন। কিন্তু রহস্যজনক কারণে তিনি আত্মগোপন করে আছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কারো সঙ্গেই যোগাযোগ রাখছেন না। আগে থেকে শিডিউল দিয়ে রাখা শাবনূরকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন একাধিক ছবির নির্মাতা। বিষয়টি সমাধানের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতি শাবনূরকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শাবনূরকে ৩০ জুলাই শনিবার বিকেল পাঁচটার মধ্যে সমিতির অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ছবি ‘ভালবাসা সেন্টমার্টিনে’ শিডিউল শাবনূরের কারণে বার বার পেছাতে হয়েছে। নির্মাতাকে শাবনূর নতুন করে আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর শিডিউল দিয়েছেন। কিন্তু শাবনূর দেশে ফিরে তার সঙ্গে যোগাযোগ রাখেন নি।

শাবনূরের দেওয়া নতুন শিডিউল নিয়ে পরিচালক বর্তমানে শহীদুল ইসলাম খোকন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। বিষয়টি মধ্যস্থতার জন্য তিনি শিল্পী সমিতির কাছে অনুরোধ জানিয়েছেন। খোকনের অনুরোধের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি ‘ভালবাসা সেন্টমার্টিনে’ ছবির সিডিউল বারবার পিছিয়ে দেবার কারণ জানিয়ে নিজের বক্তব্য পেশ করার জন্য শাবনূরকে নোটিশ প্রেরণ করেছে।
 
এ বিষয়ে পরিচালক শহীদুল ইসলাম খোকন বাংলানিউজকে বলেন, শাবনূর এর আগে বেশ কয়েকবারই আমাকে শিডিউল দিয়ে আমার ছবির কাজ শেষ করেননি । তাই নতুনভাবে সিডিউল দিলেও তা নিয়ে আমার মনে সন্দেহ সৃষ্টি হওয়ায় আমি পরিচালক সমিতির কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি বিষয়টি মধ্যস্থতার জন্য। শাননূর যেন আমার ছবির আগে অন্য কোন ছবির কাজ না করেন এ বিষয়টির নিশ্চয়তা পেতেই আমি শিল্পী সমিতির স্মরণাপন্ন হয়েছি।

শিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় নায়ক শাকিব খান এ প্রসঙ্গে বলেন , আমরা এর আগে একাধিক ছবির পরিচালক এবং পরিচালক সমিতির কাছ থেকে শাবনূরের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। কিন্তু এবার বিষয়টি আমরা নিজেরাই তদারকি করার সিদ্ধান্ত নিয়েছি। একজন শিল্পী হয়ে কেনো শাবনূর নির্মাতাদের বার বার হয়রানি করছেন, এটি শিল্পী সমিতি তার কাছে জানতে চায়।

শিল্পী সমিতির আহবানে আদৌ শাবনূর শিল্পী সমিতিতে উপস্থিত হবেন কিনা তাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, ‘ভালোবাসা সেন্টমার্টিন’ ছবির পারিশ্রমিক পুরোটাই শাবনূরকে দেয়া হয়েছে বলে ছবির পরিচালক জানিয়েছেন। ছবিটিতে শাবনূরের বিপরীতে কাজ করছেন নবাগত রাশেদ। এ প্রসঙ্গে শাবনূরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময় ১৫৫০, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।