ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চক্ষু চিকিৎসা-সেবায় মেহরীন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীনের উদ্যোগে নরসিংদীতে তার গ্রামের বাড়িতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার। নরসিংদী সদরের চিনিশপুর  আগামী ৩০ জুলাই শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চক্ষুরোগে আক্রান্তদের সেবা দেয়া হবে।



এই দিন মেহরীন নিজে উপস্থিত থেকে চক্ষুরোগীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সামনে। মেহরীন তার বাবা-মাকে ছোটবেলায় এরকম জনকল্যাণমূলক কাজ করতে দেখেছেন। সেখান তিনি পেয়েছেন এধরণের কাজে অংশ নেওয়ার অনুপ্রেরণা। কাছ থেকে ছোটবেলায় এমন সেবাদান দেখে উৎসাহিত হয়েছেন বলে জানান। সন্ধানীর সঙ্গে যৌথভাবে মেহরীন এ আয়োজন করছেন নিজের একান্ত  সামাজিক দায়বদ্ধতার কারণে।

এ প্রসঙ্গে বাংলানিউজকে মেহরীন বললেন, আমার খুবই ভালো লাগছে এমন একটি সেবামূলক আয়োজন করতে পারায়। ভবিষ্যতে আমি এধরনের সেবামূলক কর্মকান্ডে আরো অংশ নিতে চাই। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন ভালোভাবে তার আয়োজনটি সফল হয়।

বাংলাদেশ সময় ১৮৪০, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।