ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ের বয়স হয় নি সেলিনার

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১১

হলিউডের টিনেজ সেলিব্রিটি সেলিনা গোমেজ তার বয়ফ্রেন্ড জাষ্টিন বিবারের সংঙ্গে বিয়ের বন্ধনে জড়াতে এখনি রাজি নন। যদিও তাদের দুজনের মধ্যে চলছে জমজমাট রোমান্স।

এই সম্পর্কের বিষয়টি তারা কেউই গোপন করেন নি।

১৯ বছর বয়সী আমেরিকান এই  সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মনে করেন,  বিয়ের বাঁধনে নিজেকে বাঁধার মতো বয়স এখনো তার হয় নি। বয়ফ্রেন্ড জাষ্টিন বিবার কে ভবিষ্যতে বিয়ে করবেন কিনা, এই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয়েছিল সম্প্রতি। উত্তরে সেলিনা গোমেজ বলেন, ‘না। আমি এখনো মাত্র ১৯! এটি কখনো বিয়ে করার কথা বয়স হতে পারে না। ’

কিছুদিন আগে ১৭ বছর বয়সী পপ তারকার নিক জোনসের সাথে গোমেজের ডেটিংয়ের কথা শোনা গেছে। আবার ‘ট্রান্সফরমার’ ছবিটির অভিনেতা সিয়া লাবিউফকে নিজের আইডল হিসেবে গ্রহন করেন এবং তাকে দেখে গোমেজ তার স্টারস্ট্রাক পরিত্যাগ করতেও দ্বিধাবোধ করেন নি।

বাংলাদেশ সময় ০১৩০, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।