ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গোয়েন্দা হচ্ছেন বিগবি

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন আবারো পরিচালক আশুতোষ গৌরিকারের পরবর্তী ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে তাকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে।

আগামী বছর ২০১২ সালে ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, পরিচালক আশুতোষ গৌরিকারের নতুন ছবিটিতে অমিতাভের চরিত্রটি বিশ্বখ্যাত জেমস্ বন্ডের চরিত্রের সাথে মিল রেখে দাঁড় করানো হয়েছে। তবে এটিকে পুরোপুরি জেমস্ বন্ডের চরিত্র বলা যাবে না।

বিগবি এই ছবিতে প্রথমবারের মতো একটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন। অমিতাভ বচ্চনের নিজেরও এই ছবির গল্প এবং তার চরিত্রটি খুব পছন্দ হয়েছে।

এখন পর্যন্ত ছবিটির টাইটেল বা নাম ঠিক হয়নি। তবে আশুতোষ গৌরিকার শুটিংয়ের জন্যে বিভিন্ন লোকেশন খুঁজতে শুরু করে দিয়েছেন।

অনেকেই মনে করছেন, এটি হতে পারে অমিতাভের জন্যে আরেকটি ঐতিহাসিক চরিত্র ।

বাংলাদেশ সময় ০১২৫, আগসট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।