ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চল্লিশতম একক অ্যালবাম নিয়ে আসছেন মনির খান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

দরদী কন্ঠের গায়ক মানির খান। গ্রামবাংলার শ্রোতাদের কাছেই তার জনপ্রিয়তা বেশি।

গুণী এই সঙ্গীত শিল্পী এবারের ঈদে তার চল্লিশতম একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।

মনির খানের চল্লিশতম একক আলবামটিতে মোট গান থাকছে দশটি। দশটি গানেরই কথা লিখেছেন মিল্টন খন্দকার। গানগুলো সুরও তার করা। এর আগে মনির খানের ৩৪তম একক অ্যালবাম ‘ভালোবেসে যারা কেঁদেছে’-এর  সবগানের গীতিকার এবং সুরকার ছিলেন মিল্টন খন্দকার। অ্যালবামটি ২০০৫ সালে বাজারে এসছিলো। এরপর মনির খান ও মিল্টন খন্দকার আর কোন নতুন একক এ্যালবামে একসাথে কাজ করেননি। দীর্ঘ প্রায় ছয় বছর পর আবারো তারা দুজন একই অ্যালবামে কাজ করছেন।

 পাঁচ বছর পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাওয়া প্রসঙ্গে মনির খান বলেন, `বেশ কয়েক বছর ধরে মিল্টন ভাইয়ের কথা ও সুরে কাজ করা হয় না। অনেক শ্রোতারই অনুরোধ ছিল যেন তার সাথে কাজ করি। তাছাড়া আমারও কেন যেন মনে হচ্ছে, মিল্টন ভাইয়ের সাথে আবার নতুন করে একটি অ্যালবামের জন্য কাজ করলে শ্রোতারা আরো ভালো কথা ও সুরের কিছু গান শুনতে পাবেন। সেই ভাবনা থেকেই মূলত আমার চল্লিশতম একক অ্যালবামটির কাজ করছি মিল্টন খন্দকারের সঙ্গে। `

বাংলানিউজকে মনির খান জানান, `এরই মধ্যে অ্যালবামের অধিকাংশ গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই অ্যালবামটি এম এম প্রোডাকশনের ব্যানারে শ্রোতাদের হাতে তুলে দেয়া হবে। `

অনেকদিন পর  মনির খানের জন্য অ্যালবাম করা প্রসঙ্গে মিল্টন খন্দকার বলেন, `মনির খানের সঙ্গে এর আগে আমি বাণিজ্যিক চিন্তা-ভাবনা নিয়েই গান করেছি। কিন্তু এবারের অ্যালবামটি একটু আলাদা। শ্রোতাদের মাঝে যেন আমাদের দুজনের গান অনেকদিন বেঁচে থাকে, সেই চিন্তা থেকেই এবারের অ্যালবামটি করা। যথেষ্ট সময় নিয়ে অ্যালবামটি করেছি বলেই এতে থাকছে বেশ কিছু ভালো গান। `

জনপ্রিয় শিল্পী মনির খানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’-এর সবগুলো গানের কথা  ও সুর ছিলো মিল্টন খন্দকারের। এরপর তারা দুজন প্রায় দশটির মতো অ্যালবাম করেছেন। মনির খানের নতুন একক অ্যালবামটির কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে মায়ের দোয়ায় আউলিয়া, নামী দামী টাকা পয়সা, আমার চোখে অশ্রু দেখে প্রভৃতি।

বাংলাদেশ সময় ১৭৪০, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।