ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অ্যালবামের কাজেই দেশে ফিরেছেন শিরিন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

‘পাঞ্জাবিওয়ালা’ খ্যাত গায়িকা শিরিন লন্ডনেই স্থায়ীভাবে বাস করেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

অডিও বাজারে ‘পাঞ্জাবিওয়ালা’ ও ‘মাতওয়ালি’ নামের পর পর দুটি ব্যবসা সফল অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। এবার দেশে ফিরেছেন তৃতীয় একক অ্যালবামের কাজ শেষ করার জন্যই।

গত বছরের শেষের দিকে শিরিন শুরু করেছিলেন তার তৃতীয় একক অ্যালবামের কাজ। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি সংগ্রহ করেন একসময়ের শ্রোতাপ্রিয় কিছু গান, বর্তমানে যেসব গান হারিয়ে গেছে। নিজের তৃতীয় একক অ্যালবামটি এ ধরণের কিছু গান দিয়েই  সাজাচ্ছেন শিরিন।

তৃতীয় একক অ্যালবামের গান সংগ্রহের পর চলতি ফেব্রুয়ারিতে লন্ডনে উড়াল দেন শিরিন। যাওয়ার জানিয়ে যান, কয়েকমাসের মধ্যে দেশে ফিরে অ্যালবামটির কাজ শেষ করবেন। কথা রেখেছেন তিনি। শুধু অ্যালবামের কাজ শেষ করার জন্যই সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

শিরিনের প্রথম একক অ্যালবাম ‘পাঞ্জাবিওয়ালা’র সংগীতায়োজন করেছিলেন হাবিব ওয়াহিদ। দ্বিতীয় একক অ্যালবাম ‘মাতওয়ালি’ বের হয়েছিল ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে। এবার তার তৃতীয় একক অ্যালবামটির সংগীত পরিচালনা করবেন এ সময়ের ছয়জন সংগীত পরিচালক। তার হলেন- হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার, হৃদয় খান, রাফা ও রোমেল।

একাটানা নিজের তৃতীয় অ্যালবামটির কাজ শেষ করতে চান শিরিন। এটি রিলিজ দেওয়ার পরই তিনি উড়াল দিবেন আবার লন্ডনের উদ্দেশ্যে।

বাংলাদেশ সময় ১৯২৫, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।