ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাবা রামদেবকে না পেলে কুমারীই থেকে যাব: রাখী সাওয়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১

কলকাতা: ভারতের যোগগুরু বাবা রামদেবকে বিয়ে করার বিষয়ে ধণুর্ভঙ্গ পণ করে বসে আছেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। রাখী এতটাই দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি সাফ  জানিয়ে দিলেন, রামদেব তাকে বিয়ে না করলে আজীবন কুমারী থাকবেন।



বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক পার্টিতে তিনি বলেন, ‘ বাবা রামদেবএকসময় আইটেম গার্ল ও হিরোইনদের সর্ম্পকে খারাপ কথা বলেছেন। তাই আমি তাকে বিয়ে করে প্রমাণ করতে চাই আইটেম গার্লরা অন্য মেয়েদের মতোই হয়। ’

এদিন তিনি আরও বলেছেন, ‘আমি মেনকা হয়ে ওনার তপস্যা ভঙ্গ করতে চাই। আমি নিশ্চিত, উনি জন্ম থেকেই এরকম সন্ন্যাসী ছিলেন। ’

এর আগে তিনি রাহুল গান্ধীকে বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকে সরে এসে বাবা রামদেব কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সোনিয়া গান্ধীর ছেলে হওয়ায় অনেকেই ওর প্রেমে পাগল। তাই হয়তো আমার আওয়াজ ওর কাছে পৌঁছায়নি। তাই আমি বাবা রামদেবকে পছন্দ করলাম। ’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাবা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এটা আমার পছন্দ। ’

ভারতীয় সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।