ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রাখির প্রস্তাবে সাড়া দিলেন বাবা রামদেব!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১

কলকাতা: বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের প্রস্তাবে সাড়া দিলেন ভারতের যোগগুরু বাবা রামদেব।

তিনি রাখির বিয়ের প্রস্তাবে সাড়া দিচ্ছেন কিনা তা না জানা গেলেও ভারতীয় একটি টিভিতে রাখি পরিচালিত টক শো ‘গজব দেশ কি আজব কাহিনী’তে আসছেন বাবা রামদেব।



সোমবার মুম্বাইয়ে রাখি বলেছেন, ‘যখন আমি বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম, সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন বাবা? আমি সেই উত্তরটাই সবাইকে দিতে চাই। ’

তিনি আরও বলেন, ‘আমি ওনাকে আমার শোতে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আসতে সম্মত হয়েছেন। আমি ওনাকে কল্পনাতীত অভ্যর্থনা জানাব। ওনার সামনে প্রণাম করব। একটা ভাল আইটেম ড্যান্স  তৈরি করেছি ওনাকে দেখাবো বলে। ’

এদিকে, রাখি’র এই অনুষ্ঠানে বাবা রামদেবের আসা নিয়ে চ্যাঞ্চল্য সৃস্টি হয়েছে। বাবা এসে কী বলেন সেটা জানার জন্য টিভির দর্শকরা এখন ব্যাপক আগ্রহী।

এখন দেখার বিষয়, অনুষ্ঠানে ক্যামেরার সামনে রাখি, বাবা রামদেবকে সত্যি সত্যিই প্রেম নিবেদন করেন কি না, আর বাবা তাতে সাড়া দেন কি না?

উল্লেখ্য, বাবার প্রেমে আকুল রাখি কয়েকদিন আগেই বলেছিলেন তিনি মেনকা হয়ে ওনার তপস্যা ভঙ্গ করতে চান।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।