ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশটিভিতে ‘মেঘকন্যা ও মেঘের কান্না’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

দেশটিভিতে ১২আগস্ট শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক ‘মেঘকন্যা ও মেঘের কান্না’। নাটকটি রচনা করেছেন এম এস রানা, পরিচালনায় রয়েছেন ফয়সাল রাজিব।

এতে অভিনয় করেছেন সজল, তিশা, মোহাম্মদ বারী ও আরো অনেকে।

নাটকের দেখা যাবে, তখনো ভালো করে জ্ঞান ফোটেনি রিমঝিমের। ভালো করে মনেও নেই কী এক অপ্রতাশিত দুর্ঘটনায় চোখ দুটো তার অন্ধ হয়ে গেছে। অন্ধ বলেই সাধারণত ঘর থেকে বের হয় না সে। নিজের ঘরটাতেই তার আপন জগৎ, আপন পৃথিবী। চুপচাপ গান শোনা কিংবা ঘরের কোনে চুপটি করে বসে থাকাতেই তার আনন্দ। এই বাড়িতেই একদিন রিমঝিমের পরিচয় হয় এক যুবকের সঙ্গে। নাদের চাচার দূর সম্পর্কের আত্মীয়। এসেছে দিন কয়েক থাকবে বলে। যুবক নাম বলেনি তার। বলেছে, যে নামে তোমার ইচ্ছে হয় ডেকে নিও... যুবকের হেয়ালি বুঝতে পারে না রিমিঝিম...। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

বাংলাদেশ সময় ২১১০, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।