ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্র নির্মাণে আফসানা মিমি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

ছোটপর্দায়ে বেশ কয়েকটি সফল মেগাসিরিয়াল নির্মাণের পর জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের। আগামী সেপ্টেম্বর মাসে তিনি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করছেন।

মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস ‘ক্যাম্প’ অবলম্বনে আফসানা মিমি তার প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।

খ্যাতিমান কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’ উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এরই মধ্যে চিত্রনাট্য রচনার কাজ শেষ হয়ে গেছে। বর্তমানে চলছে অভিনয় শিল্পী নির্বাচন। ‘ক্যাম্প’ ছবিটির কাস্টিং চলতি সপ্তাহের মধ্যেই চুড়ান্ত করা হবে। এতে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অভিনয়ের বিষয়টি করতে দেখা যাবে বলে আফসানা মিমির কৃষ্ণচূড়া প্রডাকশন সূত্রে জানা গেছে।

ঈদের পর পরই একটি শুভ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবি নির্মাণের ঘোষণা দেবেন আফসানা মিমি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই ‘ক্যাম্প’ ছবিটির শুটিং শুরু পরিকল্পনা রয়েছে তার।

বাংলাদেশ সময় ২৩৪৫, আগস্ট ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।