ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সালমান খান সম্পূর্ণ সুস্থ এবং ফিট

ইশানা ইশরাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বলিউড সুপার স্টার সালমান খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এ খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। তাদের দাবি সালমান খান সম্পূর্ণ সুস্থ এবং ফিট।



কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে, ১৮ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে সালমান খান বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অসুস্থতার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তার ভক্তরা  হাসপাতাল চত্বরে ভিড় জমায়। ভিড় জমে সালমানের বাসভবনের সামনেও। কিন্তু সালমান খানের পরিবার ও ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সালমান ভক্তদের তারা আশ্বস্ত করেছেন, তাদের প্রিয় অভিনেতা সম্পূর্ণ সুস্থ এবং ফিট আছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালমান খান রুটিন চেক-আপ করানোর জন্যই বৃহস্পতিবার রাতে সাইফি হাসপাতালে গিয়েছিলেন। খুব অল্প সময়ই তিনি হাসপাতালে অবস্থান করেন। চেক-আপ শেষে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার হাসপাতালে ভর্তির গুঞ্জনটি মোটেও সঠিক নয়।

সালমান খানের ঘনিষ্ঠ একটি সুত্র জানিয়েছে, শারিরীক ও মানসিকভাবে তিনি চমৎকার আছেন। এ মুহূর্তে তিনি প্রস্ততি নিচ্ছেন তার নতুন ছবি ‘বডিগার্ড’-এর প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য।

ঈদ উপলক্ষে আগামী ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত ছবি ‘বডিগার্ড’। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময় ২২২৫, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।