ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তিন সুন্দরী তারকার পাত্র চাই

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

খুব বেশি সুন্দরী হওয়ার বিপদ অনেক। তার উপর পাত্রী যদি হন সেলিব্রিটি, তাহলে তো কথাই নেই।

তাদের বিয়ে করার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। কিন্তু চাইলেই তো হবে না। পাত্রীর পছন্দ-অপছন্দের বিষয়টিকেও তো  গুরুত্ব দিতে হবে। আমাদের শোবিজের তিন সেলিব্রিটি পাত্রী বিন্দু, মোনালিসা আর শখ এবার বলেছেন তাদের পছন্দের পাত্র সম্পর্কে। এ যুগের পাত্ররা চাইলে যাচাই করে নিতে পারেন নিজেকে।

ব্যচেলর তিন সুন্দরী তারকার জীবন-সঙ্গী ভাবনা নিয়ে নির্মিত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পাত্র চাই’। জনপ্রিয় উপস্থাপিকা নওশীন নাহরিন ও সাংবাদিক তামিম হাসানের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে নিজেদের স্বপ্নপুরুষের বর্ননা দিয়েছেন বিন্দু, মোনালিসা ও শখ। ইসরাফিল শাহীনের প্রযোজনায় তারকাদের এই ঈদ আড্ডাটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন একুশে টিভিতে।

‘পাত্র চাই’ তারকাদের পাত্র খোঁজার জন্য কোনো বিশেষ অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তিন সুন্দরী তারকা তাদের স্বপ্নপুরুষের বর্ননা দিয়েছেন। জানিয়েছেন ঠিক কেমন পাত্র তারা জীবন সঙ্গী হিসেবে পেতে চান। ‘পাত্র চাই’ অনুষ্ঠানটি সম্পর্কে জানাতে গিয়ে এমনটাই বললেন প্রযোজক ইস্রাফিল শাহীন। তিনি বলেন, অনুষ্ঠানটি এবার একুশে টিভির ঈদের বিশেষ আকর্ষণ। এতে বিন্দু, মোনালিসা ও শখ খোলাখুলিভাবে জানিয়েছেন ঠিক কেমন পাত্র তারা বিয়ে করতে চান। নিজেদের পছন্দ-অপছন্দ সম্পর্কে মন খুলে তারা কথা বলেছেন।

ইস্রাফিল শাহীন আরো জানান, অনুষ্ঠানটির উপস্থাপনার ধরনেও রয়েছে বৈচিত্র্য। গতানুগতিক উপস্থাপনার ঢং পাশ কাটিয়ে নওশীন ও তামিম হাসান আড্ডার ভঙ্গিতে এটি সঞ্চালন করেছেন ।

tin-patr
ব্যাচেলর তিন তারকা তাদের বিয়ের পাত্র সম্পর্কে অনুষ্ঠানে ধারণা দিয়েছেন বলে জানা গেছে। বিন্দু, মোনালিসা ও শখ কেউই মিডিয়া সংশ্লিষ্ট কাউকে বিয়ে করতে চান না। ব্যবসায়ী পাত্রের প্রতিই তাদের ঝোঁক বেশি। অবশ্য অন্য পেশায় প্রতিষ্ঠিত পাত্রদেরও তারা একেবারেই  নিরাশ করেন নি।

মোনালিসার কাছে জানতে চাওয়া হয়েছিল, জীবনসঙ্গী যদি হয় জনপ্রিয় কোনো গায়ক কেমন লাগবে আপনার? মিষ্টি হেসে অকপট উত্তর দিয়েছেন তিনি। একইভাবে নিজেদের বিয়ের পাত্র সম্পর্কে অনেক মজার আগাম ধারণা দিয়েছেন অন্যরাও। তবে সবশেষে সবাই একসুরে বলেছেন, ‘পাত্র হিসেবে তাকেই পছন্দ করব, যিনি আমাকে সম্মান জানাতে পারবেন, আমার পেশাকে সম্মান জানাবেন। ’


এ ধরণের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান সঞ্চালনায় অংশ নিতে পেরে নওশীন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘টিভি দর্শকদের ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে যাবে। কারণ তিন সুন্দরী ব্যচেলর তারকা তাদের পছন্দের পাত্র সম্পর্কে যে ধারণা দিয়েছেন তা অনেক দর্শকের সাথেই মিলে যেতে পারে। তাছাড়া এমন খোলাখুলি এবং স্পষ্ট করে পাত্রের সন্ধান কে-ই বা করে।

বিনোদন সাংবাদিক তামিম হাসান জানান, একজন সাংবাদিকের স্বাভাবিক প্রবৃত্তি থেকেই তারকাদের হাঁড়ির খবর বের করার তিনি চেষ্টা করেছেন। তিনি বলেন, এটাকে প্রচলিত অর্থে ঠিক উপস্থাপনা বলা চলে না। সাংবাদিক হিসেবে আমি তারকাদের কাছে এমন কিছু বিষয়ে জানতে চেয়েছি যার প্রতি দর্শকদের কৌতুহল রয়েছে। বিনোদন জগতের তিনজন তারকা বিন্দু, মোনালিসা ও শখ যথেষ্ঠ আগ্রহের সাথে আমার সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন।

বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।