ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাকিব খানের মা শবনম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

ঢালিউডের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় নায়িকা শবনম দীর্ঘদিন পর ফিরে এসেছেন চলচ্চিত্রাভিনয়ে। শীর্ষ নায়ক শাকিব খানের মায়ের ভূমিকায় তিনি অভিনয় করছেন ‘খোদার পরে মা’ ছবিতে।

গত ১৯ আগস্ট শুক্রবার বিকেলে শবনমের গুলশানের বাসায় ‘খোদার পরে মা ’ ছবির প্রযোজক তাপসী ঠাকুর ও ছবির পরিচালক মালেক আফসারী শবনমকে ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করানোর জন্য সাইন করান।

একসময়ের জনপ্রিয় নায়িকা শবনমকে নাম ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত করে প্রযোজনা সংস্থা হার্টবিট ‘খোদার পরে মা’ ছবিটি নির্মাণের ঘোষণা দেন প্রায় দুই মাস আগে। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় ছবিতে কাজ করতে অসম্মতি জানিয়েছিলেন শবনম। অবশেষে গল্পকার আবদুল্ল¬াহ জহির বাবু শবনমের পরামর্শ নিয়ে গল্পে খানিকট পরিবর্তন আনলে ছবিটিতে শবনম কাজ করতে সম্মতি জানান।

দীর্ঘদিন পর শবনমকে চলচ্চিত্রে ফিরিয়ে আনতে পেরে উচ্ছসিত ছবির পরিচালক ও প্রযোজক দুজনই। প্রযোজক তাপসী ঠাকুর বলেন, ছবিতে শবনম ম্যাডামকে নিয়ে কাজ করবো এমন ঘোষণা দেবার পর আমাকে অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন যে আমি নাকি কাজটি শুরুই করতে পারবো না। সেই চ্যালেঞ্জটিই লালন করে মনে মনে পরিকল্পনা করি যদি ছবির নাম ‘খোদার পরে মা’ থাকে তাহলে মা চরিত্রে শবনম ম্যাডামের বিকল্প কারো কথা ভাবনো না। শেষ পর্যন্ত ম্যাডাম ছবিটিতে কাজ করতে রাজি হয়েছেন বলে আমি ভীষণ আনন্দিত।

পরিচালক মালেক আফসারী বলেন, ‘আমার একটা স্বপ্ন ছিল যে কিংবদন্তি নায়িকা শবনম ম্যাডামকে নিয়ে একটি ছবি নির্মাণ করবো। শেষ পর্যন্ত আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা শবনম সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর গত একযুগ নতুন কোন ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি।

দীর্ঘ একযুগ পর ‘খোদার পরে মা’ ছবিতে কাজ করা প্রসঙ্গে শবনম বলেন, আমি সবসময় বলে এসেছি যে ভালো গল্প হলে ছবিতে কাজ করবো। ‘খোদার পরে মা’ ছবির গল্প যখন প্রথম শুনি তখনও আমি ছবিটিতে কাজ করতে আগ্রহী ছিলামনা। কিন্তু পরে আবার এক সপ্তাহ সময় নিয়ে যখন আব্দুল¬াহ জহির বাবু  গল্প পরিবর্তন করে আনলেন তখন গল্পটা আমার বেশ কিছুটা পছন্দ হয়। তখনই সম্মতি জানাই যে ছবিটিতে কাজ করা যায়। আমার বিশ্বাস যদি সবাই খুব আন্তরিকভাবে কাজ করেন তাহলে এই ছবিটি দর্শকের কাছে উপভোগ্য হবে।

এই ছবির আগে ‘আম্মাজান’ ছবিতে শবনমের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক মান্না। খোদার পরে মা ছবিতে শবনমের ছেলের ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। শবনমের ছেলের ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে শাকিব খান বলেন, শবনম ম্যাডামের সাথে বিভিন্ন  অনুষ্ঠানে এবং শূটিং স্পটে আমার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। তার সাথে আমার খুব চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। তার মতো সিনিয়র শিল্পীর ছেলের ভূমিকায় অভিনয়ের সুযোগ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

প্রযোজনা সুত্রে জানা গেছে, আগামী নভেম্বরে ‘খোদার পরে মা’ ছবির শুটিং শুরু হবে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সাহারা।

ষাট ও সত্তর দশকের জনপ্রিয় নায়িকা শবনম বাংলাদেশের মেয়ে হলেও পাকিস্তানের ছবিতেই তিনি বেশি অভিনয় করেছেন। এদেশে তার উল্লে¬খযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘নাচের পুতুল’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘আখেরী স্টেশন’, ‘জুলি’, ‘সন্ধি’, ‘যোগাযোগ’, ‘সহধর্মিনী’, ‘বশিরা’, ‘শর্ত’, ‘দিল’ প্রভৃতি।

বাংলাদেশ সময় ০০৪০, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।