ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আগুনের পাশে নওশীন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

দুই ভুবনের দুই বাসিন্দা আগুন ও নওশীন। একজন জনপ্রিয় গায়ক হিসেবেই আগুন সুপরিচিত।

নওশীনের পরিচিতি উপস্থাপিকা হিসেবেই। দুজনের মধ্যে একটা বিষয়ে বেশ মিল। দুজনকেই মাঝে মধ্যে টিভিনাটকে অভিনয় করতে দেখা যায়। প্রথমবারের মতো এবার তারা জুটি বেঁধে অভিনয় করলেন।

‘বাই-ইক’ নামের একটি খন্ড নাটকে আগুনের পাশে অভিনয় করেছেন নওশীন। এহসান এলাহী বাপ্পীর রচনা ও পরিচালনায়  গত ১৯ থেকে ২১ আগস্ট ঢাকার আজিমপুরে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, বাইক সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প। এতে দেখা যাবে, আগুন আর নওশীন একে অন্যকে ভালোবাসে। একসময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটি বাইককে কেন্দ্র করে তাদের বিয়েতে জটিলতা তৈরি হয়। শেষপর্যন্ত অবশ্য তাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়। বেজে উঠে তাদের বিয়ের সানাই।

এতে অভিনয় করা প্রসঙ্গে আগুন বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। দর্শক খুব উপভোগ করবেন বলেই আমি মনে করি। নওশীনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। খুবই চমৎকার অভিনয় করেন তিনি। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে।

‘বাই-ইক’ নাটকটি সম্পর্কে নওশীন বললেন, নাটকটির কাহিনী যেমন জমজমাট। তেমনি সংলাপও মজাদার। ভালো লেগেছে এতে কাজ করে। আরো ভালো লেগেছে আমার একজন পছন্দের গায়ক আগুন ভাইকে কো-আর্টিস্ট হিসেবে পেয়ে । কাজটি আমি বেশ উপভোগ করেছি।

বাংলাদেশ সময় ১৫২০, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।