ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডিভি লটারি জিতলেন মাহফুজ আহমেদ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

ডিভি লটারি পাল্টে দেয় মানুষের ভাগ্য। সেই সৌভাগ্যের অধিকারী হয়েছেন মাহফুজ আহমেদ।

আমেরিকা যাওয়ার টিকিট জিতে তিনি ভীষণ আনন্দিত। সবাইকে তিনি নিজ থেকেই জানাচ্ছেন সেই সুখবর।

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে এভাবেই দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘তোমার কাছে যাই’-এ। শফিকুর রহমান শান্তনু রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় নাটকটি প্রচার হবে একুশে টিভিতে। মাহফুজ আহমেদের বিপরীতে এ নাটকে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী লাক্স তারকা তাহসিন।

‘তোমার কাছে যাই’ নাটকে মাহফুজ আহমেদকে দেখা যাবে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের চরিত্রে। তিনি ভালোবাসেন ধনাঢ্য পিতা কে এস ফিরোজের একমাত্র আদুরে কন্যা তাহসিনকে। পরিবারের পক্ষ থেকে তাহসিনকে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়। কিন্তু তাহসিনের বাবার কাছে কীভাবে বিয়ের প্রস্তাব দেবেন ভেবে পান না মাহফুজ। এমনি অবস্থায় হঠাৎ করেই তার হাতে পৌছে যায় সৌভাগ্যের চাবিকাঠি। চেনাজানা সবাইকে এই খবর জানানোর পাশাপাশি তাহসিনের বাবার মুখোমুখি হন মাহফুজে। তাকে দেখান ডিভি লটারি বিজয়ের কাগজ পত্র এবং পাসপোর্ট-ভিসা। সসব বিবেচনা করে বিয়েতে সায় দেন তাহসিনের বাবা। কিন্তু ঘটনা নাটকীয় মোড় নেয় যখন মাহফুজের বন্ধু আরফান সবাইকে জানিয়ে দেন, ডিভি লটারি-ভিসা সবই আসলে নকল।

বাংলাদেশ সময় ১৮১৫, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।