ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তারেক মাসুদ ও শাম্মী কাপুরের উৎসর্গে দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

আসছে সেপ্টেম্বরে ভারতের গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হবে ষষ্ঠ দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব। এতে প্রদর্শিত হবে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর আলোচিত চলচ্চিত্র।

এই উৎসবটি উৎসর্গ করা হচ্ছে সদ্যপ্রয়াত বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও ভারতীয় অভিনেতা শাম্মী কাপুরকে।

আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ভারতের গোয়ার পানাজিতে অনুষ্ঠিতব্য ষষ্ঠ দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও ভারতীয় অভিনেতা শাম্মী কাপুরের উদ্দেশ্যে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপমহাদেশের সদ্যপ্রয়াত এই দুই চলচ্চিত্র-ব্যক্তিত্বের উপর নির্মিত দুটি তথ্য চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

এবারের দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিন প্রদর্শণের জন্য বাংলাদেশের ৪টি চলচ্চিত্র মনোনীত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নারগিস আক্তারের ‘অবুঝ বউ’, খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’, রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’ এবং নূরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’।

ষষ্ঠ দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও রুবাইয়াত হোসেন এবং চলচ্চিত্র প্রযোজক ফরিদুর রেজা সাগরকে।

বাংলাদেশ সময় ২১৪০, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।