ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

উল্টো স্বভাবের দুই জুটির চার মাত্রার ভালোবাসা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

মনের সঙ্গে মনের মিল থাকলেই নাকি প্রেম হয়! কিন্তু এ কথা সব ভালোবাসার ক্ষেত্রে সত্য নয়। কারণ প্রেম কখনোই নির্ধারিত ছন্দে বন্দী থাকে না।

এরকমই উল্টো স্বভাবের দুই প্রেমিক-প্রেমিকা জুটির রোমান্স নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘চার মাত্রার ভালোবাসা’।

এতে দেখা যাবে, ঘনিষ্ঠ দুই বন্ধু মামুন আর শিবলি। মামুন স্বভাবে শান্তশিষ্ট আর কাজ পাগল। অন্যদিকে শিবলি ঠিক তার উল্টো। মোটর সাইকেল নিয়ে ঘুড়ে বেড়ানো  আর পার্টি-কনসার্টে ছুটে বেড়াতেই ভালোবাসে সে। মামুন চায় নিজের পায়ে দাঁড়াতে আর শিবলি চায় বাবার হোটেলে হেসে খেলে দিন কাটাতে। দুজনে প্রেমে পড়ে তাদের স্বভাবের ঠিক উল্টো স্বভাবের দুই তরুণী নওমিতা ও তাসমিয়ার সঙ্গে। একসময় দুই জুটির মধ্যেই শুরু হয় মানসিক দ্বন্দ্ব । মামুন আর শিবলি সিদ্ধান্ত নেয় ‘নতুন এক গেইম’ খেলার। কিন্তু তার আগেই নওমিতা আর তাসমিয়া শুরু করে দেয় আরো ‘মজার এক গেইম’। এক পর্যায়ে  অস্থিরতা কাটিয়ে উঠে তারা বুঝতে পারে একে অপরকে কতখানি ভালোবাসে। শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই ফিরে যায় দুই বন্ধু।

‘চার মাত্রার ভালোবাসা’ নাটকটির প্রধান চার চরিত্রে দেখা যাবে নওশিন, বিন্দু, সজল আর মামুনকে। এম এস রানার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন তামিম হাসান। নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে ঈদের পঞ্চম দিনে।

বাংলাদেশ সময় ১৫৪০, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।