ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চলচ্চিত্র পরিচালক আক্তারুজ্জামানের চির বিদায়

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

চলচ্চিত্র পরিচালক আক্তারুজ্জামান আর নেই। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী গুলনাহার জামান, একমাত্র ছেলে সন্তান আশেক মাহমুদ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আক্তারুজ্জামানের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাত থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায় ২৩ আগস্ট মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

আক্তারুজ্জামানের মরদেহ রাত আটটায় তার শান্তিবাগের বাসভবনে নিয়ে আসা হয়। তারাবির নামাজের পর স্থানীয় শান্তিবাগ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আক্তারুজ্জামানের মরদেহ বুধবার সকালে তার গ্রামের বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানার গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্র পরিচালক আক্তারুজ্জামান জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ১১ জানুয়ারি। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র সাংবাদিক, শিক্ষক, চলচ্চিত্রকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, গীতিকার ও সংলাপ রচয়িতা। তিনি চলচ্চিত্রে আসেন ১৯৮৪ সালে ফেরারী বসন্ত (যৌথভাবে) ছবি পরিচালনার মাধ্যমে। এরপর তার পরিচালিত অন্যান্য ছবির মধ্যে রয়েছে প্রিন্সেস টিনা খান, নগ্ন আগন্তুক, পোকামাকড়ের ঘর-বসতি ইত্যাদি। তার নির্মিত সর্বশেষ ছবি ‘সূচনা রেখার দিকে’। রাষ্ট্রীয় অনুদানে নির্মিত এ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তিনি পিঞ্জর, রক্ত পলাশ, ফকির মজনু শাহসহ অসংখ্য ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন।

‘পোকামাকড়ের ঘরবসতি’ ছবির জন্য তিনি একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।