ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টানা চারদিন লাইভ হোমায়রা হিমু

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

শুধু অভিনয়-ই নয়, এবারের ঈদে জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু টিভি দর্শকদের সামনে আসছেন উপস্থাপক হিসেবে। টানা চারদিন তাকে দেখা যাবে একটি লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়।

সংবাদ ভিত্তিক চ্যানেল সময় টেলিভিশনের ‘আনন্দ আড্ডা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনায় তাকে দেখা যাবে। ঈদের প্রথম দিন থেকে টানা চারদিন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটিতে অংশ নিবেন জনপ্রিয় তারকারা।

সময় টেলিভিশনের ঈদ স্পেশাল লাইভ সেলিব্রিটি শো ‘আনন্দ আড্ডা’ প্রসঙ্গে হোমায়রা হিমু বাংলানিউজকে জানান, এক ঘন্টার এ অনুষ্ঠানে প্রতিদিন আমন্ত্রিত তারকারা ঈদ আনন্দসহ তাদের কাজ নিয়ে দর্শকের সঙ্গে সরাসরি আড্ডা দিবেন।

এ অনুষ্ঠানে ঈদের দিন দর্শকদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নিবেন জনপ্রিয়  নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী তিশা। ঈদের দ্বিতীয় দিন এই অনুষ্ঠানে আসবেন জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী ও তপু। তৃতীয় দিন আসবেন এই সময়ের জনপ্রিয় মডেল তারকা জুটি নিরব ওসারিকা। তবে চতদুর্থদিন কে কে বসবেন এই আড্ডায় তা এখনো চুড়ান্ত হয়নি। হিমু জানান, শেষ দিনের আড্ডায় পাঁচ-ছয় জন সেলিব্রিটিকে একসঙ্গে দেখা যেতে পারে।

হোমায়রা হিমু এর আগে এনটিভিতে একটি চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করলেও সরাসরি কোন অনুষ্ঠান এবারই উপস্থাপনা করছেন। Himu

এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, অভিনয়ই আমার চলার পথের প্রথম অবলম্বন। মাঝমধ্যে মনে নিজের গন্ডি ছেড়ে বেরিয়ে আসার ইচ্ছে জাগে। সে জন্যই উপস্থাপনায় আসা। এর আগে একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেও এবারই প্রথম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। কাজটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে।

হোমায়রা হিমু আরো বললেন, টেলিভিশনে লাইভ শো উপস্থাপনার অভিজ্ঞতা আমার নেই। তাই এ বিষয়ে কিছু প্রস্তুতি নেওয়ার মধ্যে আছি। যারা নিয়মিত লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন, এরকম কয়েকজনের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা জেনে নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।

এবারের ঈদে হোমায়রা হিমু অভিনীত প্রায় হাফ ডজন নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে বিটিভিতে প্রচার হবে তারেক খানের ‘হতাই’ ও সুকুমার চন্দ্র দাশের ‘মেঘলা আকাশ’। অন্য নাটকগুলোর প্রচার হবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে।

বাংলানিউজকে হোমায়রা হিমু জানান, প্রথমবারের মতো তিনি এবারের ঈদের ‘ইত্যাদি’তে অংশ নিয়েছেন। এতে একটি গানের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যাবে। ঈদের দ্বিতীয় দিন এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে।

এছাড়াও সম্প্রতি হোমায়রা হিমু নায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। এ ছবিতে তিনি অভিনয় করেছেন একজন পতিতার চরিত্রে ।

বাংলাদেশ সময় ১৬২০, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।