ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশের প্রথম গণতান্ত্রিক ম্যাগাজিন ‘ জোর করে হাসি ৯’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে দেশের প্রথম গণতান্ত্রিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘জোর করে হাসি ৯’। দুই পর্বের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সাজু খাদেম ও আহসান কবির।



দেশের সেরা বেশ কয়েকজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের পারফরমেন্স ছাড়াও ‘জোর করে হাসি ৯’ ম্যাগাজিনে অংশ নিয়েছেন দেশ সেরা অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং নির্মাতা অভিনেতা সোহেল আরমান। গণতান্ত্রিক ম্যাগাজিন বলার কারণ, এই অনুষ্ঠানে থাকছে একটি বিরোধী দলও। যারা অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানের অসংগতিগুলো তুলে ধরবে, জানিয়েছেন অনুষ্ঠানের নির্মাতা পলাশ মাহবুব। ‘জোর করে হাসি ৯’ ম্যাগাজিনটি বৈশাখী টেলিভিশনে ঈদের দিন এবং ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

বাংলাদেশ সময় ১৮১৫, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।