ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এলআরবির লাইভ স্টুডিও শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

এই ঈদে দর্শকদের অনুরোধে গান শোনাতে রকস্টার আইয়ুব বাচ্চু জনপ্রিয় ব্যান্ড এলআরবি নিয়ে আসছেন দেশ টিভিতে। সরাসরি এ গানের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু গানের পাশাপাশি দর্শকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেবেন।



আইয়ুব বাচ্চু এর আগেও বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এমন দেখা গেছে রাতভর তিনি শ্রোতাদের গান শুনিয়েছেন। এবারও এমন কিছুর পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে আইয়ুব বাচ্চু বাংলানিউজকে বলেন, এটা নিভর্র করছে পুরোপুরি দর্শক-শ্রোতাদের উপর। শ্রোতারা যদি রাতভর গান শুনতে আমার ও এলআরবির আপত্তি নেই।

এলআরবির নতুন অ্যালবাম সম্পর্কে জানতে চাইলে আইয়ুব বাচ্চু বলেন, অ্যালবামের কাজ অনেক আগেই শেষ। পাইরেসির কারণে এতোদিন অ্যালবাম প্রকাশে বিরত ছিলাম। একাধিক মোবাইল ফোন কোম্পানীর সঙ্গে আলোচনা চলছে। আশা করি ঈদের পর পর এ বিষয়ে চুড়ান্ত  সিদ্ধান্ত সবাইকে জানাতে পারবো।

প্রতিষ্ঠার পরের বছর অর্থ্যাৎ ১৯৯২ সালে দেশের অডিও সার্কিটে প্রথম ডাবল অ্যালবাম বের করে আলোড়ন তুলেছিল এলআরবি। সেই ধারাবাহিকতায় একের পর এক বের হয় ‘সুখ’, ‘তবুও’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফেরারী মন’, ‘মন চাইলে মন পাবে’, ‘মনে আছে নাকি নাই’ প্রভৃতি সফল অ্যালবাম। প্রতিটি অ্যালবামের বানিজ্যিক কাটতি উল্লেখ করার মতোই। তবুও দুই দশক পূর্তিতে এলআরবির কাছ থেকে ভক্ত-শ্রোতারা নতুন কোনো অ্যালবাম উপহার পায়নি। ঈদের পর নতুন অ্যালবাম রিলিজ সম্পর্কে আইয়ুব বাচ্চু জানাবেন, এটি নিঃসন্দেহে আশার কথা।

দর্শকদের সরাসরি কথা ও অনুরোধের গান নিয়ে স্টুডিও থেকে আইয়ুব বাচ্চুর গান সরাসরি সম্প্রচারিত হবে। দেশ টিভিতে ঈদের ২য় দিন রাত ১১টা ৪৫ মিনিট।

বাংলাদেশ সময় ২১০৫, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।