ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাহরুখের বিপরীতে কাজ করছি না : সোনাক্ষী সিনহা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

‘দাবাঙ’ খ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা অল্প সময়েই দশর্কদের নজর কেড়েছেন। বলিউডে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে দাবাঙ নায়িকা সালমানের সঙ্গে অভিনয়ের পর এবার কিং খান শাহরুখের সঙ্গে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পরিচালক অভিনাব কাষাবের নতুন ছবিতে এই জুটি অভিনয় করছেন। এটি একটি প্রেমের কাহিনী যা অস্ট্রেলিয়ায় শুটিং হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছেন সোনাক্ষী।

সোনাক্ষী জানান, শাহরুখের বিপরীতে তিনি আপাতত কাজ করছেন না। কাজের ব্যাপারে কথাবার্তা হয়েছে , কিন্তু চুড়ান্ত হয় নি কিছুই। বিষয়টি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘আমি শাহরুখ খানের সঙ্গে নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হইনি। আমি নিজের এই গুজবটি শুনেছি যা মোটেও সত্যি নয়। ’

বলিউডের তরুণ নায়ক রণবীর সিংয়ের সঙ্গেও সোনাক্ষী সিনহাকে দেখা যাবে,  ইয়াশ রাজের পরিচালনায় নতুন একটি ছবিতে। ছবিটি করতে গিয়ে তাদের দুজনের সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ হয়েছে বলে শোনা যায়। রণবীর সিং ও সোনাক্ষী সিনহার মধ্যে গোপন সম্পর্কের গুজবও ছড়িয়ে পড়েছে বলিউডে। এ বিষয়টিকেও পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন সোনাক্ষী।

বর্তমানে সোনাক্ষীর ব্যস্ত সময় কাটছে ছয়টি ছবিতে অভিনয় নিয়ে। শিরিশ কুন্দারের ‘জোকার‘ এবং ’রৌদি রাথোর’ ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করে। এছাড়াও ‘রেস টু’, ‘সান অফ সর্দার’ , ‘দাবাং টু’ এবং ‘কিক’ ছবিটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন।

বাংলাদেশ সময় ১৭১৫, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।