ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নতুন মুখ খুঁজছেন আফসানা মিমি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। খ্যাতিমান কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হবে এই চলচ্চিত্রটি।

আফসানা মিমি তার প্রথম পূর্ণদের্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ক্যাম্প ’-এর অন্যতম প্রধান চরিত্র মুক্তিযোদ্ধা ফজলের জন্য নতুন মুখ খুঁজছেন।

সিনেমা হাউজের ব্যানারে নির্মাণ করা হবে আফসানা মিমি পরিচালিত প্রথম ছবি ‘ক্যাম্প’। মুহম্মদ জাফর ইকবালের মূল উপন্যাসের ফজল চরিত্রটিতে চলচ্চিত্রেও একই রকম রাখা হচ্ছে। এই চরিত্রটিতে নতুন একজন অভিনেতা উপহার দিতে চাচ্ছেন নির্মাতা।

ফজল চরিত্রে অভিনয়ে আগ্রহীদের ৫ হতে ১০ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে । ২০-২২ বছর বয়সের আগ্রহীদের নিচের ঠিকানায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা এর মধ্যে উপস্থিত হতে হবে।

ঠিকানা: কৃষ্ণচূড়া প্রডাকশন, বাড়ি- ১৬, ৫ম তলা, রোড- ২০, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা।

বাংলাদেশ সময় ১৮১০, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।