ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদপার্টির পর গণপতি উৎসবে কিং খান

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১

বলিউড বাদশাহ শাহরুখ খান ঈদ উপলক্ষে নিজ বাড়িতে পার্টি দেবার পর অংশ নিয়েছেন গণপতি উৎসবে। ঈদ উৎসব উদযাপন শেষ করে গণপতি চতুর্থী উৎসবে অংশ নিয়ে নিজের ধর্ম নিরপেক্ষ মনোভাবের পরিচয় দিয়েছেন কিং খান।



কিং খান নিজের বাসভবনে আয়োজিত ঈদ পার্টি শেষ করে  বন্ধু ও সহ-অভিনেত্রী রানী মুখার্জীর বাসভবনে গণপতি চতুর্থী উৎসবে যোগ দেন এবং উৎসবটি উপভোগ করেন।

সামাজিক যোগাযোগ সাইট টুইটারে নিজের মনের অনুভূতির কথা জানিয়ে শাহরুখ খান লিখেন, রানীর গণপতি উৎসবে গিয়েছিলাম। এই প্রথমবার কোন বন্ধুর বাড়িতে গণপতি উৎসব উদযাপন করলাম। ভালবাসা আর বিশ্বাসের সঙ্গে গণপতি উৎসব উদযাপন করতে পারায় সত্যিই খুব ভালো লেগেছে।

কিং খান এই মুহূর্তে বিগ বাজেটের ছবি ‘রা ওয়ান’-এর মুক্তির প্রস্তুতি নিয়ে ভীষণ ব্যস্ত । আর এই ব্যস্ততার মাঝে উৎসবের আমেজ কিছুটা হলেও কিং খানের মনে প্রশান্তি এনে দিয়েছে বলে তিনি মনে করেন ।

বাংলাদেশ সময় ১৫২০, সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।