ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হলিউডের ছবিতে বিগ বি

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

দীর্ঘ চার দশকেরও বেশি সময় হলো বলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন বিগ বি অমিতাভ বচ্চন।   ৬৮ বছর বয়সী এই এভারগ্রিন অভিনেতা ভারতীয় ছবিতে নিজের চমক দেখিয়েছেন বহুবার।

তবে এই প্রথমবারের মত হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন এরই মধ্যে হলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। এবার বচ্চন পরিবারের কর্তা অমিতাভ স্বয়ং হলিউডের ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন।
Amitabh
হলিউড পরিচালক বাজ লুহর্মানের ‘দি গ্রেট গেটসবি’ ছবিতে অমিতাভ বচ্চন প্রথমবার অভিনয় করছেন। ছবিটিতে তার চরিত্রের নাম হচ্ছে মায়ের ওফসীম। ছবিটির মূল চরিত্রে অভিনয় করবেন টাইটানিক হিরো লিওর্নাদো ডিকে প্রিয়ো । তার বিপরীতে থাকছেন স্কটিশ-অষ্ট্রেলিয়ান হিরোইন ইশলা ফিশার।


এফ স্কট ফিটজগেরাল্ড-এর উপন্যাস অবলম্বনে একটি রোমান্টিক কাহিনী নিয়ে ছবিটি নির্মান করা হচ্ছে। ১২৫ মিলিয়ন ডলারের এই প্রজেক্টটি ‘থ্রি ডি’ এবং ‘টু ডি’ ভার্ষনে মুক্তি পাবে বলে জানা যায়। চলতি সপ্তাহে অষ্ট্রেলিয়ার সিডনিতে ছবিটির শুটিং শুরু করা হয়েছে।

ছবিটির পরিচালক বাজ লুহর্মান বলেন, ‘অবেগপ্রবন ফিটজগেরাল্ড সিনেমার প্রতি বিশ্বস্ত এবং সিনেমাকে খুব ভালোবাসেন। তার গল্প সময় এবং ভৌগলিক সীমাকে অস্বীকার করে। আমাদেরও উদ্দেশ্য থাকবে তার চিন্তার গভীরতাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার। তার চিন্তার গভীরতা,লোকসজ্জার উন্নত ধারনা এবং মানবতাবোধের প্রতিটি মুহূর্তকে আমরা ছবিটিতে তুলে ধরার চেষ্টা করবো যা আমাদের জন্যে এক বিরাট চ্যালেঞ্জ।

 লুহর্মানের ‘দি গ্রেট গেটসবি’ ছবিতে আরো থাকছেন টবি ম্যাগুর, জোয়েল এডর্গাটন এবং ক্যারি মুলিগান। এলিজাবেথ ডেবিকি নামে এক নতুন মুখকে এই ছবিতে দেখা যাবে। নিজ ভূমি অষ্ট্রেলিয়ায় ছবিটির শুট্যিং করতে পেরে  লুহর্মান খুব আনন্দিত।

বাংলাদেশ সময় ০০১৫, সেপ্টেম্বও ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।