ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অসুস্থ হয়ে শয্যাশায়ী সারিকা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১১

এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা বেশ অসুস্থ। গত বৃহস্পতিবার তিনি জ্বরে আক্রান্ত হন।

শুক্রবার জ্বরের মাত্রা সাংঘাতিক বেড়ে যায়। সেই সঙ্গে বমি ও মাথা ব্যথার কারণে সারিকা এখন শয্যাশায়ী। চিকিৎসক তাকে রক্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

সারিকা মা শনিবার সকালে বাংলানিউজকে জানান, সারিকার গায়ের তাপমাত্রা এখন ১০৩ ডিগ্রির উপরে। জ্বরের ঘোরে প্রলাপ বকছে। সে খেতে পারছে না। খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তার এখন বিছানা ছেড়ে উঠা বা কারো সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তিনি জানান, শুক্রবারই চিকিৎসক এসে তাকে দেখে গেছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পরামর্শ দিয়েছে। চিকিৎসকের আশংকা, এটা ডেঙ্গু জ্বর। তবে রক্ত পরীক্ষা ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

গত ঈদে সারিকা ছিলেন টিভি মিডিয়া সবচেয়ে চাহিদা সম্পন্ন অভিনেত্রী। এই মুহূর্তে বেশ কিছু ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে তার নির্মাতা চয়নিকা চৌধুরীর নতুন ধারাবাহিক নাটক ‘হাসপাতাল’-এর শুটিং শিডিউল। নাটকটির শুটিং হবে কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজে। এই নাটকের শুটিং শেষ করে ১৫ সেপ্টেম্বর রাতে সরাসরি বাজিতপুর থেকে এসে তার ও নীরবের বাংলানিউজ অনলাইন লাইভ আড্ডায় অংশ নেওয়ার কথা আছে। তাছাড়া সামনের সপ্তাহে একটি বিজ্ঞাপনের কাজেও তার দেশের বাইরে যাওয়া সম্ভাবনা আছে।

প্রচন্ড জ¦রে আক্রান্ত হওয়ায় এগুলো খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে। সারিকার সুস্থতার জন্য তার মা সবাইকে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৬১০, সেপ্টেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।