ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অফ দ্য স্ক্রিন ইভা-রায়ান রোমান্স

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

হলিউডের রোমান্টিক জুটি ইভা মেন্ডেজ এবং রায়ান গোস্টলিং। অন স্ক্রিন থেকে দিন দিন তারা অফ স্ক্রিন কেমিস্ট্রিতেও বেশ আলোচিত হয়ে উঠছেন।

কাজে বাইরে এই জুটি ইদানিং একে অন্যের সঙ্গ বেশ উপভোগ করছেন বলে জানা গেছে।

ইভা ও রায়ানকে সম্প্রতি একটি পার্কে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ক্যাজুয়েল পোশাক আর মাথার লম্বা টুপি দিয়ে তারা নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা করলেও আশপাশের প্রতক্ষদর্শীরা তাদেরকে ঠিকই চিনে নিয়েছেন। ইভা ও রায়ানের একটি ঘনিষ্ঠসূত্র থেকে জানা যায়, ভালোবাসার এই জুটি দীর্ঘ সময় একসঙ্গে থাকার পণ করেছেন। তারা একসঙ্গে বেশ কিছু ছবিও করছেন। তাদের দুজনের মধ্যে সবসময়ই শক্তিশালী কেমিষ্ট্রি কাজ করে। যদিও রায়ান গোস্টলিং থেকে ইভা মেন্ডাজ বয়সে ৭ বছরের বড়।

ইভা মেন্ডাজ আর রায়ান গোস্টলিংয়ের রোমান্সের গভীরতা হলিউডে এখন একটি আলোচিত প্রসঙ্গ। বেশ কিছুদিন আগে একটি বিখ্যাত ম্যাগাজিনে ৩৭ বছর বয়সী মেন্ডাজ আবেগপূর্ণভাবে ৩০ বছর বয়সী রায়ানকে চুম্বন করছেন এমন একটি ছবিও প্রকাশিত হবার পর তাদের গোপন সম্পর্কের ব্যাপারটি ফাঁস হয়ে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।