ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘হাউজফুল’ নিয়ে আলমগীর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

মাছরাঙা টেলিভিশনের সিনেমাভিত্তিক নতুন কুইজ শো ‘হাউজফুল’-এর প্রচার ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। চলচ্চিত্রভিত্তিক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা আলমগীর।

প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠানটি প্রচারিত হবে।

মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পর্যায়ক্রমে অংশ নিবেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, আহমেদ শরীফ, ফারুক, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আমিন খান, পপি, পূর্ণিমা, রুমানা, মিশা সওদাগর, মৌসুমী, বিশিষ্ট চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু ও কাজী হায়াৎ এবং সংগীত তারকা সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, শাকিলা জাফর এবং মমতাজ।

‘হাউজফুল’-এর প্রচারকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় এফডিসির ৭ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। ৫২ পর্বের এই অনুষ্ঠানের রেকর্ডিং চলছে এখানেই। সংবাদ সম্মেলনে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম। ‘হাউজফুল’ সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সঞ্চালক আলমগীর এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম। । উপস্থিত ছিলেন মাছরাঙার হেড অব প্রোগ্রাম হাসান আবিদুর রেজা জুয়েল। সংবাদ সম্মেলনে ‘হাউজফুল’-এর খণ্ড খণ্ড চিত্রও তুলে ধরা হয় পর্দায়।

‘হাউজফুল’-এর প্রতি পর্বে ৬ জন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন। ৫টি রাউন্ডে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রাউন্ডগুলো হচ্ছে- লাইট রাউন্ড, ক্যামেরা রাউন্ড, অ্যাকশন রাউন্ড, প্লেব্যাক রাউন্ড এবং ক্লাইমেক্স রাউন্ড। অতিথি তারকাদের নিয়েও থাকছে একটি করে প্রশ্ন।

প্রতি পর্বের বিজয়ী পাবেন একটি করে মুঠোফোন। বিভিন্ন পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। গালা রাউন্ডে বিজয়ীর জন্য থাকবে একটি নতুন গাড়ি।

বাংলাদেশ সময় ২১১৫, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।