ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নয় বছর পর সুমনা হক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

সঙ্গীতশিল্পী হিসেবেই সুমনা হক সুপরিচিত। পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পী।

দেশে-বিদেশে সুমনা হকের একাধিক একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রায় নয় বছর পর গুণী এই সঙ্গীতশিল্পী ও চিত্রশিল্পীর একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আগামী ২ থেকে ১১ অক্টোবর সুমনা হকের চতুর্থ একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হবে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। ‘মনের আকাশে রঙধনু’ শীর্ষক এই একক চিত্র প্রদর্শনীতে সুমনা হকের তুলিতে আঁকা ষাটটিরও অধিক ছবি স্থান পাবে।

সুমনা হক এবারের প্রদর্শণীর ছবিগুলো প্রকৃতি  ও প্রেমকে উপজীব্য করে আঁকার চেষ্টা করেছেন। এ বিষয়ে  তিনি বলেন, গত দুই তিন বছর যাবত আমার মনের ভেতর প্রকৃতি ও প্রেমকেন্দ্রিক যে যে বিষয় ভালোলাগার যোগান দিয়েছে সেইসব বিষয়ই তাৎক্ষণিকভাবে রঙের তুলি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। খুব সহজভাবেই তা আঁকার চেষ্টা করেছি যেন দর্শক ছবির ভাষা সহজেই বুঝতে পারেন। দর্শকের ভালো লাগলেই আমার সে চেষ্টা সার্থক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে সুমনা হক অয়েল পেইন্টিং বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। দেশের ভেতর ‘আপন মনের মাধুরী’ শীর্ষক তার প্রথম একক চিত্র প্রদর্শনী ১৯৯৭ সালে,  ‘মন আজ আপন মনে ’ শীর্ষক তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শণী ২০০১ সালে এবং ২০০২ সালে জাপানে ‘নস্টালজিয়া’ শীর্ষক তার তৃতীয় একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে তিনি দলীয় চিত্র প্রদর্শনীতেও অংশ নেন।

সঙ্গীতশিল্পী হিসেবে সুমনা হকের প্রথম একক অ্যালবাম ‘মায়াবী রাতে’ সারগাম-এর ব্যানারে ১৯৮৮ সালে বাজারে আসে। বেশ কয়েক বছর বিরতির পর সাউন্ডেটেকের ব্যানারে বাজারে আসে ‘মাঝে কিছু বছর গেলো’ একক অ্যালবামটি। গতবছর বেঙ্গল মিউজিকের ব্যানারে বাজারে আসে সুমনা হকের রবীন্দ্র সঙ্গীতের একক অ্যালবাম ‘তুমি রবে নীরবে’। সহস্রাধিক জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন গুণী এই সঙ্গীতশিল্পী।

ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকায় কিছুদিন গানের প্রতি মনোযোগ দিতে পারেন নি বলে জানান সুমনা হক। একক প্রদর্শনীর পর নতুন একটি একক অ্যালবামের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

বাংলাদেশ সময় ০০৪৫, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।