ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অপেক্ষায় ফারাহ রুমা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমার অভিষেক হয়েছে চলচ্চিত্রে। নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে গত রোজার ঈদে টিভিনাটকের কাজ খুব বেশি করতে পারেন নি তিনি।

আগামী কোরবানীর ঈদে এই ঘাটতি পূরণ করতে চান তিনি। তাই অনেকটা বিরতিহীনভাবেই ঈদের নাটকে কাজ করছেন তিনি।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয় নিয়ে দারুণ এক্সাইটেড ফারাহ রুমা। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ছবিতে আমি একজন ধনীর দুলালি। বিশ্ববিদ্যালয়ের মেধাবী এক ছাত্রের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দেখা দেয় নানা জটিলতা। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সিনিয়র নায়িকা ববিতা। মা-ছেলের দ্বন্দ্বকে ঘিরেই ছবির কাহিনী।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে ফারাহ রুমা বললেন, ছবির শুটিং শুরুর প্রথম দিকে আমি কিছুটা ভয়ের মধ্যে ছিলাম। নাটকে অভিনয় করলেও এর আগে চলচ্চিত্রে অভিনয় করি নি। তাই ভয় করাটাই স্বাভাবিক ছিল। কিন্তু প্রথম শটের পরে সবকিছু যেন আগের মতোই সহজ হয়ে গেল। কেটে গেলো সব জড়তা। পরিচালক নারগিস আক্তার আমাকে হাতে ধরিয়ে সবকিছু শিখিয়েছেন। ছবির সিনিয়র শিল্পীদের কাছ থেকেও স্বাচ্ছন্দ্যে শিখতে পারছি অনেক কিছু। আমি সবার কাছে কৃতজ্ঞ।

সংস্কৃতি অঙ্গনের সঙ্গে ফারাহ রুমার যোগাযোগটা ছোটবেলা থেকেই। নৃত্যের ছন্দে মঞ্চকে মুখরিত করার কায়দাটা রপ্ত করেন ঐ টুকু বয়সেই। মিডিয়াতে তার উপস্থিতি বিবি রাসেলের হাত ধরে ফ্যাশন শো তে অংশ নেয়ার মাধ্যমে। নিজের স্বতন্ত্র পরিচিতিটা তৈরি হয় মূলত লাক্স ফটোজেনিক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। ১৯৯৭-তে লাক্স ফটোজেনিকের খেতাবটি জয় করে মিডিয়ায় সুপরিচিত হয়ে উঠেন।

এরপর পরই ক্লিয়ার শ্যাম্পুর টিভিসি দিয়ে মডেলিংয়ে হাতেখড়ি হয় তার। ছোটপর্দায় প্রথম অভিনয় করেন ২০০১ সালে আফজাল হোসেনের বিপরীত টেলিফিল্ম ‘সাঁকো’তে। সেই থেকে টিভিমিডিয়ায় নিয়মিত অভিনয় করে চলেছেন। ফেরদৌস হাসানের ‘সম্পূর্ণ রঙিন’, ‘অনুরাগ’, ‘শ্যাওলা’, শহীদুজ্জামান সেলিমের ‘গৌরচন্দ্রিকা’, ‘প্রতœনারী’, গিয়াস উদ্দিন সেলিমের ‘সিন্ধুক’, হুমায়ূন আহমেদের ‘নগরে দৈত্য’, সোহেল আরমানের ‘বায়োস্কোপ’ সহ অসংখ্য নাটকে সুঅভিনয়ের পরিচয় দিয়েছেন ফারাহ রুমা।

farhaসম্প্রতি সিলেটের নৈসর্গিক পরিবেশে ফারাহ রুমা শেষ করে এলেন আসন্ন ঈদের জন্য নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘রূপকথা’র কাজ। আবু সুফিয়ান বিপ্লবের নির্দেশনায় এতে ‘রূপ’ আর ‘কথা’ নামের দুই বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন শাহরিয়ার নাজিম জয়। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘রূপকথা’ টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। চরিত্রের কথা শুনে অনেকেই ভাববেন রূপ আর কথা নামের দুই বোনের হয়তো জয়ের সঙ্গে প্রেমে হাবুডুবু খাওয়ার গল্প এটি। আসলে তা নয়। রূপকথার গল্প এবং নির্মাণ ভাবনা পুরোপুরি ডিফারেন্ট। এতে অভিনয় করে আমি বেশ আনন্দ পেয়েছি।

এবারের ঈদের কাজ নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে ফারাহ রুমা বললেন, গেল ঈদে আমি ব্যস্ত ছিলাম চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’র শুটিং নিয়ে। এবারের ঈদে আমি আমি সেই ঘাটতি পূরণ করতে চাই। তাই বলে আজে-বাজে কাজ করে নিজের ক্যারিয়ারের উপর অবিচার করতে চাই না। বেছে বেছে ভাল কিছু বিশেষ নাটক-টেলিফিল্ম করতে চাই। ফারাহ রুমা জানালেন, ঈদের নাটকের শিডিউল ঠিক রাখতে এ মাসে মাত্র একটি ধারাবাহিকের শুটিং করবেন রুমা। বৈশাখী টিভিতে হুমায়ুন ফরীদির পরিচালনায় ‘তখন হেমন্তকাল’ ধারাবাহিকটিতে তিনি অভিনয় করছেন। এর বাইরে এ মাসে আর কোনো ধারাবাহিকের শুটিং রাখছেন না।

অভিনয়ের বাইরেও ফারাহ রুমাকে সপ্রতিভ ভূমিকায় দেখা যাচ্ছে উপস্থাপনায়। তার প্রাণবন্ত উপস্থাপনায় এনটিভির ‘আমারও গাইতে ইচ্ছে হলো’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কাজ নিয়ে এতো ব্যস্ততার মধ্যেও ফারাহ রুমা অধীর আগ্রহে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছেন। কারণ এ ছবিটি দর্শক কীভাবে নেয় তার উপরই নির্ভর করছে ভবিষ্যতে ফারাহ রুমা চলচ্চিত্রে নিয়মিত হবেন কিনা! এ বছরের শেষের দিকে ছবিটি পাওয়ার কথা।

বাংলাদেশ সময় ০১১৫, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।